Advertisment

'MP হয়ে ভরাডুবি, MLA হয়ে বাজাবে ডুগডুগি', বিজেপির প্রার্থীদের কটাক্ষ মমতার

এবার বিধানসভা ভোটে বিজেপি হয়ে সড়াইয়ের ময়দানে লোকসভা ও রাজ্যসভার চার সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃতীয়-চতুর্থ দফার ভোটে প্রার্থী তালিকায় রবিবার প্রকাশ করেছে বিজেপি। তালিকায় তারকাদের অনেকেই ঠাঁই পেয়েছেন। কিন্তু চমক অন্য জায়াগায়। কর্মী বা নেতাদের মধ্যে থেকে নয়, এবার ভোটে বিজেপি লোকসভা ও রাজ্যসভার চার সাংসদকে প্রার্থী করেছেন। যা ঘিরে পদ্ম শিবিরের অন্দরেই গুঞ্জণ জোড়াল হয়েছে। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

Advertisment

টালিগঞ্জ দখলে এবার বিজেপির বাজি গায়ক, নায়ক তথা সাংসদ বাবুল সুপ্রিয়। টলিপাড়া বরাবর মন্ত্রী অরূপ বিশ্বাসের শক্ত ঘাঁটি। কিন্তু বিগত কয়েক বছর ধরে তোলপাড় গ্ল্যামার ইন্ডাস্ট্রি। তৃণমূল হিসেবে পরিচিত বহু অভিনেতা-অভিনেত্রী নাম লিখিয়েছে গেরুয়া শিবিরে। এই পরিস্থিতিতে টালিগঞ্জে পদ্ম ফোটাতে বাবুলকেই বেছে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। বাবুল ছাড়াও বিধানসভা ভোটে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত ও নিশীথ প্রামাণিক। লকেট লড়বেন চুঁচুড়া থেকে, তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বপন দাশগুপ্ত, দিনহাটা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামানিক।

ঘাসফুল শিবিরের একাংশের কটাক্ষ, বিজেপি দাবি করে তাঁদের নেতা-কর্মীর অভাব নেই। তাহলে 'পাশ করা ছাত্র'-দের ফের কেন পরীক্ষায় বসানোর প্রয়োজন হয়ে পড়ল? এপ্রসঙ্গে সোমবার পুরুলিয়ার বলরামপুরের সভায় পদ্ম শিবিরকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, 'বলছে বাংলা দখল করবে। আরে তোমাদের তো লেক নেই। তাণি এবার সাংসদের প্রার্থী করছে বিজেপি। আসলে তো এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি।'

প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এদিন ফের একবার মিথ্যচারের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার নামে বিজেপি মিথ্যা প্রচার করছে বলেও অভিযোগ তাঁর। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে এদিন মমতা বলেন, 'আমাকে প্রচারে বাধা দিতেই আমার উপর হামলা হয়েছে।' তাঁর হুঁশিয়ারি, 'আমি ভাঙি তবু মচকাই না। আমার কণ্ঠরোধ অত সহজ নয়। যতক্ষণ প্রাণ রয়েছে আমি লড়ে যাব। আমি স্ট্রিট ফাইটার।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Locket Chatterjee Babul Supriyo West Bengal Election 2021 bjp tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment