ভোট আবহে ফের এক নয়া অডিও ক্লিপ প্রকাশ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। যেখানে মন্দিরবাজারে বিজেপি প্রার্থীকে 'গর্তে পুঁতে' দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিচ্ছেন বলে দাবি করেছেন ব্যারাকপুরের সাসংদ।
দু'দফায় অডিও ক্লিপ প্রকাশ ঘিরে শনিবার প্রথম দফার ভোট রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠে। সন্ধ্যায় সেই উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দেয় মমতার ছবি দেওয়া ২.১৫ সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ সম্বলিত অর্জুন সিংয়ের টুইট।
অর্জুন সিংয়ের টুইট অনুযায়ী ওই অডিও ক্লিপে এক ব্যক্তি নিজেকে মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া বলে দাবি করছেন। অপর প্রান্তে তাঁর সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী আছে অর্জুন সিং প্রকাশিত অডিও-তে?
২.১৫ সেকেন্ডের অডিও-র প্রথমেই কাউকে একটা ফোন করে এক পুরুষ কণ্ঠ নিজেকে সিএম জাটুয়া হিসেবে পরিচয় দেন। কিছুক্ষণ বিরতির পর অপর প্রান্ত এক মহিলা কণ্ঠস্বর শোনা যায়। যিনি বলছেন ‘জাটুয়া সাহেব শুনতে পাচ্ছেন? ’ জবাবে পুরষ কণ্ঠ জানায়, 'হ্যাঁ দিদি পাচ্ছি।' এরপরই শোনা যাচ্ছে ওই মহিলা কণ্ঠে জিজ্ঞাসা করা হচ্ছে, ‘আপনার মন্দিরবাজারে একটা ব্লক প্রেসিডেন্ট আছে, অলোক বলে। ওকে মার্ডার করার জন্য ওই দিলীপ জাটুয়াটা বিজেপিতে গিয়ে জয়েন করেছে না, ও একজনকে টাকা দিয়েছে, ৬০,০০০ টাকা, গুন্ডা হায়ার করে করবার জন্য। এটা অলোককে একটু জানিয়ে দেবেন। অন্য কিছু নয়, ও নিজের সিকিউরিটি নিয়ে ঠিক থাকবে এবং পুলিশকে দিয়েও ওর সিকিউরিটির ব্যবস্থা করিয়ে দিচ্ছি।’
অডিয়োর শেষ পর্বে মহিলা কণ্ঠ জানতে চান, 'দিলীপ জাটুয়া আদতে কে?' তাতে ওই পুরুষ কণ্ঠ জানান, 'ও পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলো। গেলবার ও তার আগেরবার- দু'বারই পঞ্চায়েত ভোট হেরে গিয়েছে ও (দিলীপ জাটুয়া)। এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিল।' প্রত্যুত্তরে মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে, ‘ওকে গর্তে পুঁতে দিন, ওকে গর্তে পুঁতে দিন, ভালো করে পরে যদি গাছ হয়ে জন্মাতে পারে।’
টুইটে অর্জুন সিং লিখেছেন, 'বিরোধীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী ব্যবহার তা এই অডিও-তেই স্পষ্ট। মুখ্যমন্ত্রী বিরোধীদের মাটিতে পুঁতে দেওয়ার নিদান দিচ্ছেন। এটাই মমতা ব্যানার্জী। তবে, কে এই অঢিও ক্লিপ লিক পাঁস করলো তার উত্তর সিএম জাটুয়াই দিতে পারবেন।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন