Advertisment

Lok Sabha Election 2019: একটা ললিপপ এনআরসি, আরেকটা নাগরিকত্ব বিল: মমতা

General Election 2019: ‘‘এনআরসিতে ৪০ লক্ষ লোকের নাম বাদ গেল। তখন আমার বুকে ধাক্কা লাগল। মাত্র দু’দিনের মধ্যে আমাদের প্রতিনিধিদের পাঠিয়েছিলাম।’’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: আসামে ভোটপ্রচারে গিয়ে এনআরসি ইস্যুতে মোদীবাহিনীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবড়ির সভায় শুক্রবার মমতা বলেন, ‘‘একটা ললিপপ হচ্ছে এনআরসি, আরেকটা ললিপপ নাগরিকত্ব বিল, উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে। এনআরসির নামে আপনাদের হাতে ললিপপ ধরিয়ে দিয়েছেন। এই ললিপপ খাবেন না।’’ নাগরিকত্ব বিল নিয়ে মমতা বলেন, ‘‘এটা আরেকটা চক্রান্ত। যে নাগরিক হবে তাঁকে ৫ বছরের জন্য বিদেশি বানিয়ে দেবে।’’

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

আসামের সভা থেকে এনআরসি-র প্রসঙ্গ টেনে মমতা এদিন বলেন, ‘‘এনআরসিতে ৪০ লক্ষ লোকের নাম বাদ গেল। তখন আমার বুকে ধাক্কা লাগল। মাত্র দু’দিনের মধ্যে আমাদের প্রতিনিধিদের পাঠিয়েছিলাম। আপনারা অনেককে ভোট দিয়ে জেতান। কিন্তু বিপদের সময় সেদিন কিন্তু কেউ ছিল না আপনাদের পাশে।’’ এরপরই মোদীবাহিনীকে বিঁধে মমতা বলেন, ‘‘আমাদের প্রতিনিধিদের বিমানবন্দর থেকে বেরোতেই দেওয়া হয়নি। আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে প্রতিবাদ করেছি বলে। আপনারা যখন বাংলায় আসেন, কই আমরা তো আটকাইনা।’’

আরও পড়ুন: Lok Sabha Election 2019: মোদী মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই: মমতা

সারদাকাণ্ডের প্রসঙ্গ টেনে মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘সারদা নিয়ে বিজেপি অনেক কথা বলছে। চিটফান্ডের মালিক বলেছেন আসামের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে নগদে টাকা দিয়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মোদীবাবু গ্রেফতার করেছেন?’’ মমতা আরও বলেন, ‘‘আমাদের চমকে, ভয় দেখিয়ে কেনা যায় না। আমাদের টাকা দিয়ে, জেলে ঢুকিয়ে কেনা যায় না।’’

নমোকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘চাওয়ালা এখন চা বানাতে ভুলে গিয়েছেন। চৌকিদার সেজে মানুষকে মিথ্যা কথা বলছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। চৌকিদারের নামে মিথ্যাচার করছেন। বিজেপিকে ভোট দেওয়া ভুল সিদ্ধান্ত। দিল্লির চেয়ার টলমল করছে। এখন তো গান করছে আমার সাধনা মিটিল আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা।’’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এবার প্রথমবার আসামে লড়ছে তৃণমূল। শুক্রবার ধুবড়িতে ভোটের প্রচারে গিয়ে মমতা বোঝালেন ‘‘তৃণমূল দুর্বল নয়।’’ এ প্রসঙ্গে ধুবড়ির সভায় বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১৪টি আসনের মধ্যে আমরা ৯টি আসনে লড়ছি। মাত্র ৩-৪ মাসে আসামে তৃণমূল তৈরি করেছি। আমাদের দুর্বল ভাবার কারণ নেই।’’

আরও পড়ুন: West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: দিল্লি কা লাড্ডু চাই না: মমতা

অন্যদিকে, শিলিগুড়ির নকশালবাড়ির সভায় দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে সভায় মমতা বলেন, ‘‘আমরা ঝগড়া চাই না। আমরা হিংসা, অশান্তি চাই না। মিলেমিশে কাজ করতে চাই। পাহাড়ের সঙ্গে সমতলের ঝগড়া হলে ভাল নয়। পাহাড়-সমতল একসঙ্গে কাজ করবে। শিলিগুড়ি, কালিম্পং, কার্শিয়ং, মিরিক, কারও সঙ্গে ঝগড়া চাই না। এবার আমরা দার্জিলিঙের ভূমিপুত্রকে প্রার্থী করেছি। এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ৫ বছরে এক্সপায়ারি প্রধানমন্ত্রী সব লুঠ করেছেন।’’

মোদীকে বিঁধে মমতা বলেন, ‘‘আমরা দিল্লি কা লাড্ডু চাই না। আমরা এমন একজন কাউকে চাই, যিনি সুখ-দু:খে সবসময় পাশে থাকবেন।’’

PM Narendra Modi lok sabha 2019 General Election 2019 Citizenship Bill Mamata Banerjee nrc
Advertisment