/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/mamata-siliguri-759.jpg)
West Bengal Lok Sabha Election 2019: মমতা বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচনী স্লোগান শোনা গেল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ডায়মন্ডহারবার কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে উপস্থিত জনতাকে "চৌকিদার চোর হ্যায়" স্লোগান দিতে বলেন তিনি। মমতা বলেন, "সবাই এমনভাবে চিৎকার করে বলুন, যাতে আমি শুনতে পাই।"
এর পর মমতা নিজে 'চৌকিদার' স্লোগান দিয়ে অপেক্ষা করতে থাকেন। তাঁর কথার রেশ ধরে উপস্থিত জনতা চিৎকার করে "চোর হ্যায়"। এরপর বেশ কয়েকবার মমতা স্লোগান তোলেন, "গলি গলি মে শোর হ্যায়", জনতার প্রতিধ্বনি শোনা যায়, "চৌকিদার চোর হ্যায়"।
#WATCH: West Bengal CM Mamata Banerjee asks the crowd to chant, "Chowkidar Chor Hai", at a rally in Diamond Harbour. pic.twitter.com/Dpj1Ex3Aa5
— ANI (@ANI) May 16, 2019
মমতা-মোদীর দ্বন্দ্বের চূড়ান্ত রূপ মঙ্গলবার দেখেছে শহর কলকাতায ওই দিন অমিত শাহের রোড শো ঘিরে ব্যাপক ঝামেলা হয় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। এ ঘটনার জেরে বিদ্যাসাগর কলেজে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হয়।
এর আগে এদিনই মোদী ঘোষণা করেছিলেন একই জায়গায় তিনি বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি প্রতিষ্ঠা করিয়ে দেবেন। মমতা এর উত্তরে বলেছেন, বিজেপির টাকায় বাংলার প্রয়োজন নেই, মূর্তির পুনঃপ্রতিষ্ঠার করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ রাজ্যের রয়েছে।
রাজ্যের ভোটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন রাজ্যের ৯টি লোকসভা আসনের প্রচারের সময়সীমায় কাটছাঁট করেছে। বৃহস্পতিবার রাত দশটায় শেষ হচ্ছে প্রচারের সময়সীমা।
Read the Full Story in English