scorecardresearch

‘স্ট্রিট ফাইটার মমতাকে হারাতে পারবে না বিজেপি’, ব্যান উঠতেই সপ্তমে সুর মুখ্যমন্ত্রীর

‘বিজেপি শুধু প্রচার করবে আর আমি করব না?’

Mamata banerjee, bengal Poll 2021, barasat
এদিন রাত ৮টার পর নিষেধাজ্ঞা ওঠার পর বারাসাতে জনসভা করেন মুখ্যমন্ত্রী। ছবি: শশী ঘোষ

২৪ ঘণ্টার নিসেধাজ্ঞা শেষে মঙ্গলবার রাত ৮টার পর প্রথম জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রশ্ন করেন, ‘একটা নির্বাচনকে কেন্দ্র করে আমাকে আটকানোর চেষ্টা কেন করা হচ্ছে?’ তাঁর দাবি, ‘বাংলাকে গুজরাত হতে দিচ্ছি না দেব না। আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি।‘ এদিন বারাসাতের সভায় খানিকটা মেজাজ হারান তিনি। উপস্থিত দর্শকদের উদ্দেশে আস্তে কথা বলতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বিজেপিকে মিথ্যাবাদী ও জঘন্য পার্টি কটাক্ষ করেন

আর কী কী বললেন তিনি—

  • বাংলাকে অপমানের চেষ্টা করবে দিল্লির নেতারা, এর বিচার আপনারা করবেন
  • আমাকে আটকানোর চেষ্টা, বাংলা দখলের চেষ্টা বিজেপির
  • বিজেপি শুধু প্রচার করবে আর আমি করব না?
  • আপনাদের লোক-লস্কর, টাকা, এজেন্সি সব আছে, তাও আমাকে এত ভয় কেন?
  • বিজেপি তাও আপনারা হারবেন, কারণ আমি একজন স্ট্রিট ফাইটার
  • আমার মা বোনেদের দুটি পা আমাকে ভরসা দিচ্ছে
  • আমার যুব সম্প্রদায়, মা-বোনেরা কেউ বিজেপিকে ভোট দেবে, আমি মনে করি না
  • আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিন
  • গুজরাতের সুরাতে বিজেপির পার্টি অফিস থেকে টিকা দেওয়া হচ্ছে
  • আমরা বড়দিন, আম্ফান, দুর্গাপুজোয় রাস্তায় থাকি, একবছর কোথায় ছিলেন?
  • তোমাদের অপদার্থতার জন্য করোনা বেড়েছে
  • আমি ফ্রি-তে টিকা দেব বলে চিঠি লিখেছিলাম, কেন তোমরা আমায় দাওনি?
  • কাল থেকে শহরাঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে বিনামূল্যে টিকা দেব
  • প্রতি ভোটের দিন বাংলায় আসবেন প্রধানমন্ত্রী, কোটি টাকা খরচ করে
  • হাজার লোক লস্কর নিয়ে কেন নির্বাচনের দিন প্রধানমন্ত্রী আসবেন?
  • উনি মানুষের সঙ্গে প্রতারনা করছেন, উনি সুপার ভগবান
  • উনাকে দেখে ভাবছেন সবাই ভোট দিয়ে দেবেন
  • আমার চোখ, কান, নাক সব ঘোরে, মিথ্যা বললে কান কেটে দেবে
  • সাহস আছে না দেখে বাংলা বলার? তারপর বলবে সুনার বাংলা গড়বে
  • একটা অপদার্থ পার্টি, আমাদের এখানের সভাই ভোটার
  • সব জায়গায় এনআরসি করেছে, আমরা এখানে করতে দিই নি
  • সব উদ্বাস্তুদের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি

এদিন তিনি দাবি করেন, ‘কৃষকদের জমির খাজনা তুলে দিয়েছি। আমাদের সরকার ক্ষমতায় এলে প্রান্তিক চাষিরা ৩ হাজার টাকা করে পাবেন।‘ এদিন তিনি বলেন, ‘এই ভোট বাংলাকে গুজরাত হতে না দেওয়ার ভোট। এই ভোট বিজেপিকে হারানোর ভোট।‘ তাঁর চ্যালেঞ্জ, ‘আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। তোমরা আমাকে হারাতে পারবে না বিজেপি।‘ এদিন তাঁর মন্তব্যে ‘খেলা হবে’ স্লোগান। সভায় উপস্থিত জমায়েতের উদ্দেশে ফুটবল ছুঁড়ে ‘খেলা হবে’ স্লোগান তোলেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee dares bjp and slams prime minister in a poll campaign in barasat state