New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Untitled-design-2021-04-13T205816.604.jpg)
এদিন রাত ৮টার পর নিষেধাজ্ঞা ওঠার পর বারাসাতে জনসভা করেন মুখ্যমন্ত্রী। ছবি: শশী ঘোষ
'বিজেপি শুধু প্রচার করবে আর আমি করব না?'
এদিন রাত ৮টার পর নিষেধাজ্ঞা ওঠার পর বারাসাতে জনসভা করেন মুখ্যমন্ত্রী। ছবি: শশী ঘোষ
২৪ ঘণ্টার নিসেধাজ্ঞা শেষে মঙ্গলবার রাত ৮টার পর প্রথম জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রশ্ন করেন, ‘একটা নির্বাচনকে কেন্দ্র করে আমাকে আটকানোর চেষ্টা কেন করা হচ্ছে?’ তাঁর দাবি, ‘বাংলাকে গুজরাত হতে দিচ্ছি না দেব না। আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি।‘ এদিন বারাসাতের সভায় খানিকটা মেজাজ হারান তিনি। উপস্থিত দর্শকদের উদ্দেশে আস্তে কথা বলতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বিজেপিকে মিথ্যাবাদী ও জঘন্য পার্টি কটাক্ষ করেন
আর কী কী বললেন তিনি---
এদিন তিনি দাবি করেন, ‘কৃষকদের জমির খাজনা তুলে দিয়েছি। আমাদের সরকার ক্ষমতায় এলে প্রান্তিক চাষিরা ৩ হাজার টাকা করে পাবেন।‘ এদিন তিনি বলেন, ‘এই ভোট বাংলাকে গুজরাত হতে না দেওয়ার ভোট। এই ভোট বিজেপিকে হারানোর ভোট।‘ তাঁর চ্যালেঞ্জ, ‘আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। তোমরা আমাকে হারাতে পারবে না বিজেপি।‘ এদিন তাঁর মন্তব্যে ‘খেলা হবে’ স্লোগান। সভায় উপস্থিত জমায়েতের উদ্দেশে ফুটবল ছুঁড়ে ‘খেলা হবে’ স্লোগান তোলেন তিনি।