রবিবার নদিয়ার তেহট্টে প্রথম প্রচারসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, হাওড়ায় বিজেপি প্রার্থী করোনা নিয়েই প্রচার চালিয়েছেন। আগের অবস্থানে অনড় থেকে এদিনও তিনি জানান, দিল্লির বিজেপি নেতারা বাংলায় প্রচারে এসেই রাজ্যের করোনা সংক্রমণের হার বাড়িয়েছেন। এছাড়া পশ্চিমঙ্গে করোনার ভয়াবহতা বৃদ্ধির জন্য কমিশনের ঘাড়েও দোষ চাপিয়েছেন মমতা।
তেহট্টে কী বলেছেন মমতা?
- 'এবারের লড়াই বাংলার সম্মান রক্ষার লড়াই। দিল্লির নেতারা এসে বাংলা শাসন করবে তা হতে পারে না।'
- 'ভোটের প্রচারে সব বহিরাগতরা রাজ্যে এসে কোভিড ছড়াচ্ছে। বিজেপি নেতারা বাংলা কভিড বৃদ্ধির জন্য দায়ী।'
- 'বাংলায় এক দফায় ভোট হলে করোনা বাড়ত না।'
- 'কমিশন বাংলায় ভোটের দফা কমালো না, কিন্তু বিজেপির কথা শুনে প্রচারের সময় কমিয়ে দিল।'
- 'হাওড়ার এক বিজেপি প্রার্থীকে জানি, যিনি কোভিড হওয়া সত্ত্বেও ঘরে ঘরে গিয়ে প্রচার করেছেন।'
- 'গত ১০ বছরে রাজ্যে উন্নয়নের জোয়ার বয়েছে। এবার এলে আরও করব। ঘরে ঘরে রেশন পৌঁছবে। সবার ন্যূনতম রোজগার সুনিশ্চিত হবে।।'
- 'বাংলাকে গুজরাট বানাতে দেব না। দাঙ্গাবাজের দলকে একটাও ভোট দেবেন না।'
- 'আমরা পুরোহিত, ইমামদের ভাতা দিই। আর এখন মতুয়াদের ভাতা দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী। আমরা সব কাজ করেছি বলেই, ভোট চাইছি।'
- 'বিজেপি আগুন জ্বালিয়ে পালিয়ে যাচ্ছে, সামলাতে হচ্ছে আমাকে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন