Advertisment

ভোট প্রচারে আক্রমণাত্মক মমতা, বিঁধলেন মোদী-মুকুলকে

বিজেপিকে দিল্লির মসনদ থেকে হঠানোর দাবীতে সরব হলেন মমতা। নিজের দলের ঢালাও প্রশংসার পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। মেদিনীপুর, জঙ্গলমহলের জন্য বিশেষ প্রকল্পের কথাও জানান।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাত পোহালেই রাজ্যের ৭টি আসনে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। এরপর ১২ মে মেদিনীপুর-সহ জঙ্গলমহলে ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার ছুটির দিন মেদিনীপুর, জঙ্গলমহলে মোট তিনটি সভা করলেন মমতা। প্রথমটি ছিল পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়, এরপর গোয়ালতোড়ে এবং শেষ জনসভাটি ছিল জঙ্গলমহলের বেলপাহাড়ি এলাকায়। এদিন তিনটি সভা থেকেই বিজেপিকে দিল্লির মসনদ থেকে হঠানোর ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, বিগত পাঁচ বছর ধরে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে মোদী সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

জেনে নিন তিন সভা থেকে মমতার বক্তব্যের হাইলাইটস-

* দিল্লিতে এবার জনগণের সরকার তৈরি হবে।

* আগের বার ভোট চাইতে এসে নাটক করে বলেছিল, আমি চা-ওয়ালা, চা এর ভাঁড় নিয়ে ঘুরলো, কেটলি নিয়ে ঘুরলো, এখন তো আর সাথে কেটলি নেই, সাথে আছে জেটলি। এখন আবার বলছে উনি চা-ওয়ালা নয়, উনি চৌকিদার।

* "সিপিএমের হার্মাদেরাই এখন বিজেপির ওস্তাদ হয়েছে"।

* মোদীর আশ্বাস দেওয়া ১৫ লক্ষ টাকা পায়নি দেশের অধিকাংশ জনগণ, সে কথা স্মরণ করিয়ে দিয়ে সভা থেকেই হুংকার দিয়ে তিনি বলেন, “হয় ১৫ লাখ দাও, নয় বিদায় নাও”।

* মেদিনীপুরের জন্য একগুচ্ছ নয়া প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামি দিনে মহিলাদের জন্য তিনি স্মার্ট কার্ডের ব্যবস্থা করবেন যেখানে পাওয়া যাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানোর (হাসপাতালে) সুযোগ।

* কৃষকদের খাজনা মুকুব এবং মৃত্যুর পর ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।

* মোদীর জন্য উপহার হিসেবে “মাটির লাড্ডু” বানিয়ে রাখবেন। মমতা বলেন "ভোটে আমার মা বোনেরা স্টনচিপ আর বালি দিয়ে লাড্ডু বানিয়ে রাখবে। খেলেই দাঁত ভাঙ্গবে। আর মিথ্যা কথা বলতে পারবে না। বাংলায় আসেন, আর ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেন”।

* সারা বছর নাক ডেকে ঘুমোয় বিজেপি। শুধু ভোটের সময় ওদের দেখা মেলে। বাকি সময় দাঙ্গা লাগিয়ে বেড়ায়।

* বিজেপি কাজ করে না, শুধু প্রচার করে। ওদের হারাতে হবে।

* আমরা মাওবাদী সমস্যা মিটিয়েছি। এতদিন ক্ষমতায় থেকেও বহু রাজ্যে তা করে উঠতে পারেনি বিজেপি।

* বোফর্স কেলেঙ্কারি নিয়ে রাহুলকে করা মোদীর কটাক্ষের বিরোধিতা করে একদা রাজীব মন্ত্রিসভার সদস্য মমতা বলেন, "রাজীব গান্ধী খারাপ মানুষ ছিলেন না"।

* "দলের সবাই চোর নয়, যারা চোর তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে"। এদিন ফের নাম না করে মুকুল রায়কে সারদা মামলা নিয়ে কটাক্ষ করেছেন মমতা।

* "একসময় বাংলার মূল সমস্যা ছিল জঙ্গলমহলের মাওবাদীরা, আমরা সে সমস্যার সমাধান করেছি। আজ জঙ্গলমহল শান্তিতে আছে, হাসছে। সবার সেটা সহ্য হচ্ছে না"। কিছুদিন আগে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে নকশাল হামলায় প্রাণ হারিয়েছিলেন নিরাপত্তাবাহিনীর ১৫ জন কর্মী। সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, "বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে, সেখানে মাওবাদী দমনের নামে সাধারণ মানুষকে অত্যাচার করা হয়"।

* জ্ঞানেশ্বরী দুর্ঘটনা ঘটানো হয়েছিল।

* ইএফআর জওয়ানদের খুন করা হয়েছে।

* আমি বলিনি চৌকিদার চোর , জনগণ বলছে।

Mamata Banerjee General Election 2019
Advertisment