New Update
প্রচারে সোমবার পুরলিয়ার একাধিক জায়গায় সভা তৃণমূল সুপ্রিমো। ভাঙা পায়ে হুইলচেয়ারে বসে প্রচার সারেন তিনি। তুলোধনা করেন বিজেপিকে। তুলে ধরেন গত বুধবার নন্দীগ্রামে কী ঘটেছিল সেই প্রসঙ্গ। সৌভাগ্যের জোরে তিনি সেদিন বেঁচে গিয়েছেন বলে জানান মমমতা। খতিয়ান দেন জঙ্গলমহলের উন্নয়নের। তিনি প্রচার না করলে বিজেপি ভোট লুঠে নেবে বলেও হুঁশিয়ারি দেন মমতা।
Advertisment
বাঘমুন্ডিতে কী বললেন মমতা?
- 'কেউ কেউ ভেবেছে ভাঙা পা নিয়ে সভা করতে পারব না। কিন্তু আমার শরীরে ব্যথা থাকলেও আমি জানি সাধারণ মানুষের যন্ত্রনা আরও বেশি সুতরাং আমাকে তো আসতেই হত।'
- 'গত ১৩-১৪ তারিখ পুরুলিয়ায় আমার বৈঠক ছিল। কিন্তু আমি করতে পারিনি। ১০ তারিখের একটি ঘটনায় পায়ে চোট লাগে। সারা শরীরে চোট লেগেছে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি সেদিন।'
- 'একসময় অযোধ্যা পাহাড়ে অনেক সন্ত্রাস হত। এখন এই পাহাড় পর্যটকদের প্রিয় স্থান। গত কয়েক বছরে অযোধ্যা পাহাড়ের অনেক উন্নয়ন হয়েছে।'
- 'এখানে বিরসা মুণ্ডার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। রঘুনাথ মূর্মূর নামে ক্যাম্পাস তৈরি হয়েছে। কুর্মি ভাষার বোর্ড তৈরি হয়েছে। বিনা পয়সায় রেশন পাচ্ছেন আপনারা।'
- 'একদিকে আমরা একের পর এক কাজ করে চলেছি, অন্যদিকে বিজেপি একটা দল যারা গ্যাসের দাম বাড়াচ্ছে। বলেছিল, বিনা পয়সায় গ্যাস দেবেন। উজ্জ্বলা প্রকল্প কোথায় কাজে লাগছে। মিথ্যে কথা বলে ভোটে জেতার চেষ্টা।'
- 'বিজেপি চেষ্টা করছে টাকা দিয়ে মানুষের কাছে ভোট কেনার। কিন্তু মনে রাখবেন, ৫০০, হাজার টাকায় মনুষ্যত্ব বিক্রি করা যাবে না। বিজেপি বিরুদ্ধে ভোট দিয়ে প্রমাণ করুন আপনারা সত্যিকারের মানুষ।'
- 'বিজেপিকে তো একটা ভোটও দেবেন না , সেই সঙ্গে কংগ্রেসকেও ভোট দেবেন না। ওরা রাজ্যে বিজেপির হয়ে কাজ করছে। সিপিএম, তৃণমূল, বিজেপি তিনজনেই এক- জগাই, মাথাই, গদাই।'
- 'তৃণমূলের কর্মীদের বলব লড়াইয়ের সময় অভিমান করে থাকতে নেই। বেরিয়ে এসো, লড়াই করো। আমি ভাঙা পায়ে লড়ছি।'
বাঘমুন্ডি থেকে বলরামপুরের জনসভায় চলে যান মুখ্যমন্ত্রী। সেখানেও প্রচারে বিজেপিকে নিশানা করেন তিনি।
বলরামপুরে কী বলছেন মমতা?
- 'ভাঙা পায়ে কেউ কেউ ভেবেছিলেন আমি বেরোব না। কিন্তু আমি ভাঙি তবু মচকাই না। আমার কণ্ঠরোধ অত সহজ নয়। যতক্ষণ প্রা রয়েছে আমি লড়ে যাব। আমাকে বাধা দিতেই আমার উপর হামলা হয়েছে।'
- 'আমি স্ট্রিট ফাইটার। মুখ্যমন্ত্রীর জন্য আমার আলাদা চেয়ার নেই। আমি জনগণের চেয়ারে বসে কাজ করি।'
- 'কারোর কাজে দুঃখ পেলে ক্ষমা করে দেবেন। '
- 'বহিরাগতদের পুরুলিয়া দখল করতে দেব না।'
- 'বাংলার নামে মিথ্যাচার চলছে। পুরুলিয়াজুড়ে উন্নয়ন হয়েছে। জল সমস্যা মিটেছে, রাস্তাঘাট হয়েছে। ৬৮ হাজার কোটির শিল্প হয়েছে রাজ্যে।'
- 'এবার সাংসদের প্রার্থী করছে বিজেপি। আসলে তো এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি।'
- 'আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় মিথ্যাবাদী।'
- 'রথে চড়েন জগন্নাথদেব। আর এখানে রথে চড়ে ঘুরে বেড়ান বিজেপি নেতারা।'
- 'বর্ডার সিল করা হয়নি। নির্বাচন কমিশনকে এদিকে দেখতে বলব। সীমানা সিল না করায় ইতিমধ্যেই ওখান দিয়ে গুন্ডারা ঢুকছে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন