গদ্দাররা সব বিজেপি প্রার্থী-ঘরের শত্রুকে বুঝতে পারিনি: মমতা

বিধানসভা নির্বাচনে প্রথম দফার আর মাত্র কদিন বাকি। তাই হুইলচেয়ারে বসেই বিভিন্ন জেলায় একের পর এক সভা করছেন তৃণমূল নেত্রী।

বিধানসভা নির্বাচনে প্রথম দফার আর মাত্র কদিন বাকি। তাই হুইলচেয়ারে বসেই বিভিন্ন জেলায় একের পর এক সভা করছেন তৃণমূল নেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata nadia campaig

ভাঙা পায়ে হুইলচেয়ারে বসে প্রচারে তৃণমূল নেত্রী।

বিধানসভা নির্বাচনে প্রথম দফার আর মাত্র কদিন বাকি। তাই হুইলচেয়ারে বসেই বিভিন্ন জেলায় একের পর এক সভা করছেন তৃণমূল নেত্রী। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এগরা ও পটাশপুরে সভা করেন। অধিকারী পরিবারের গড় পূর্ব মেদিনীপুরের প্রচারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ দলত্যাগীদের কড়া নিশানা করেন মমতা। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের 'বিশ্বাসঘাতক-মীরজাফর' বলে তোপ দাগেন তিনি। স্বাকীর করে নেন যে,ঘরের শত্রুদের তিনি বুঝতে পারিনি।

Advertisment

পটাশপুরে কী বললেন মমতা?

  • 'অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি। তার বিনিময়ে ওঁরা যা আমায় দিয়েছেন, তাতে এক ইঞ্চি জমি ছাড়ব না বিনা যুদ্ধে। নো ভোট টু বিজেপি। সিপিএম-কংগ্রেস হল বিজেপির সবথেকে বড় বন্ধু। বামেদের ভোট দেওয়া মানে হার্মাদদের ভোট দেওয়া।'
  • 'আমাদের সরকার নির্বাচিত হয়ে সব মহিলাদের ৫০০ টাকা করে হাত খরচ দেবে। কন্যাশ্রীতে ২৫ হাজার টাকা জমা দিই। বছরে ১০ লাখ টাকার অ্যাকাউন্ট করে দেবো। দিঘাতে জগন্নাথের মন্দির হবে। ইকো ট্যুরিজম করে দেওয়া হয়েছে।'
  • 'ওদের অন্ধ ভালোবাসা দিয়েছিলান। যারা গদ্দার, মীরজাফর, তারা বেইমানি করে এখন বিজেপি প্রার্থী। আর বিজেপির-র পুরনো লোকেরা ঘরে বসে কাঁদছে।'
  • 'সিপিএমের পুরনো হার্মাদ-আর তৃণমূলের থেকে কিছু চিটিংবাজ ওই দলে গিয়ে প্রার্থী। আর বিজেপির পুরনো কর্মীরা ঘরে বসে কাঁদছে।'
  • 'মোদী সরকার দাঙ্গাবাজ, দুর্নীতিপরায়ণ সরকার। লুঠ, দাঙ্গা, খুন বিজেপির এই তিন গুণ। আমায় সিপিএম মেরে মাথা ছাতু করে দিয়েছিল। ব্রেন অপারেশন হয়েছিল। হাত-পেট,চোখে মেরেছে। চোটের আঘাতের বড় আঘাত।'
  • 'বিজেপিতে আসলে কেউ থাকতে পারবেন না। কপালে একটা তিলক কেঠে, মুখে পানবাহার চিবোতে চিবোতে বলছে উসকো মারেঙ্গে। বাংলা বাংলাই থাকবে।'
  • 'এনপিআর চালু করেছিল ৬ মাস আগে। এই নিয়ে আমি আন্দোলন করেছিলাম। একমাত্র আমরাই যারা এমপিআর হতে দিইনি। ভোটের আগে ওরা গুণ্ডা নিয়ে ভয় দেখাবে। সবাইকে ভোটবাক্স পাহারা দিতে হবে।'
  • '৫০০ টাকা চুরি করলে চোখে দেখা যায়। আর লাখ লাখ কোটি টাকা চুরি করলে, দেখা যায় না চোখে। সেটা ভ্যানিশ হয়ে যায়।'
  • 'নরেন্দ্র মোদীর মুখ দর্শন করতে চাই না। বহিরাগত গুন্ডা চাই না। রেল, ব্যাঙ্ক সব বিক্রি করে দিচ্ছে। বাংলায় বিজেপি সরকার চাই না।'
  • 'কাউকে কিছু খাইয়ে দিয়ে ভোটবাক্স লুঠ করতে পারে। ভোটবাক্স পাহাড়া দিতে হবে।'
  • 'নন্দীগ্রামে এবার আমি প্রার্থী। অনেকে বলেছিলেন কেন নন্দীগ্রাম থেকে লড়ছ? আমি বলেছি, বাংলার যে প্রান্তেই, সেটাই আমার ঘর।'
Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021