New Update
চিড় খাওয়া পা নিয়ে হুইলচেয়ার বসেই প্রচারে ঝড় তুলছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া, ছাতনা, মেজিয়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁকে খুনের চেষ্টা করেও বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে পারবে না বলে হুঁশিযারি দেন মুখ্যনমন্ত্রী। সাম্প্রদায়িক মেলবন্ধনের কথা তুলে ধরেন। নির্বাচন কমিশন অমিত শাহের অঙ্গুলি হিলনে চলছে বলেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। এছাড়াও তাঁর দাবি, কলকাতায় বসেই অমিত সাহ চক্রান্ত করছেন কাকে কোথায় গ্রেফতার করা হবে।
Advertisment
কী বললেন মমতা?
- 'আমাকে চিকিৎসকরা রিস্ক না নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আমি সবার সহযোগিতায় রাস্তায় বেরিয়েছি । আমি ঘরে শুয়ে থাকলে বিজেপি মানুষকে যে যন্ত্রণা দেবে, কেউ কিচ্ছ পাবেন না।'
- ' বাঁকুড়ার ছেলে মেয়েরা পড়াশুনায় অনেক ভালো। এই জন্য আমি এখানে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। ৬৪ হাজার কোটি টাকা দিয়ে শিল্পসুন্দরী জঙ্গলমহল তৈরি করছি। এতে লাখ লাখ ছেলেমেয়ের চাকরি হবে।'
- ' বিজেপি সরকারের গ্যাস, পেট্রোলের দাম বাড়ানোর ফলে মানুষের খুব কষ্ট হচ্ছে। তোমরা দিল্লিতে কেন বিনা পয়সায় গ্যাস দেবে না। কেরোসিন- পেট্রোলের দাম কেন এতো বেশি হবে। ভারতবর্ষের বিজেপির আমলে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। রেল-কোল ইন্ডিয়া বিক্রি করে দেওয়া হচ্ছে।'
- 'স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় বসে ভোটের আগে এখন চক্রান্ত করছেন। শিল্পপতিদের নোটি পাঠাচ্ছে। সরকারি অফিসারদের হ্যারাস করা হচ্ছে। নন্দীগ্রামে আন্দোলনের যারা ছিলেন তাদের নোটিশ পাঠানো হচ্ছে। দেখছেন কাকে গ্রেফতার করা যায়।'
- 'বিজেপির মিটিংয়ে লোক হচ্ছে না, গায়ের জোর দেখানো হচ্ছে। তা আমি কী করব? লোক ভরিয়ে দেব?
- 'নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। অমিত শাহ কমিশন চালাচ্ছেন না তো। অমিত শাহকে কেন নাক গলাচ্ছেন?'
- 'আমার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে সরিয়ে দেওয়া হল। আমাকে খুনের চেষ্টা করলেই কি সব হবে? আরও গোল্লা পাবে। খেলা হবে।'
- 'আমরা ক্ষমতায় আসার পরেই যারা মাওবাদী করত সবাইকে চাকরি দেওয়া হয়েছে। আশাকর্মী, আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ানো হয়েছে। ১৮ বছর বয়স থেকে ১ হাজার টাকার করে বিধবা ভাতা করে দেওয়া হবে। '
- 'আমাদের আমলে বেকার-দারিদ্রকতা ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। কোভিডের সময়ে ৩০০ ট্রেন করে দিয়েছিলাম। কোভিডের চিকিৎসা বিনা পয়সায় করে দিয়েছি। আমি বিজেপির মতো হোটেল থেকে খাবার নিয়ে এসে তফশিলিদের সঙ্গে রাজনীতি করি না।'
- 'একটা করে ভোট হবে। একটা খেলা হবে। নিহত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। বাংলা জিতবে, দিল্লি হারবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন