Advertisment

আজ বিকেলে কালীঘাটে মমতা-নাইডু বৈঠক

Loksabha Election 2019: সোমবার কলকাতায় আসছেন নাইডু। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসবেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯, মমতা, নাইডু

মমতা, নাইডু।

General Election 2019: ভোট মিটতেই জোট প্রক্রিয়া গতি পেতে চলেছে। সোমবার (আজ) বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন চন্দ্রবাবু নাইডু। সোমবারই কলকাতায় আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু। সূত্রের খবর, এদিন বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে বৈঠকে বসবেন দুই মুখ্যমন্ত্রী।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

রবিবার সপ্তম তথা শেষ দফার ভোট মিটতেই টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয় একাধিক বুথ ফেরত সমীক্ষার ফলাফল। প্রায় সবক'টি সমীক্ষার আভাসই বলছে, কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এরপরই রবিবার রাতে গর্জে ওঠেন মমতা। তিনি জানিয়ে দেন, এক্সিট পোল মানি না। এই মুহূর্তে বিরোধী দলগুলিকে এককাট্টা হয়ে লড়ার ডাকও দিয়েছেন তৃণমূল নেত্রী। এরপরই এদিন চন্দ্রবাবুর সঙ্গে মমতার বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন: বিপুল আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফের এনডিএ, বলছে এক্সিট পোল

উল্লেখ্য, শনিবার (গতকাল) অখিলেশ যাদব ও মায়াবতীর সঙ্গেও বৈঠক করেছেন নাইডু। রবিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও বৈঠক করেন তিনি। শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরির সঙ্গেও কথা হয়েছে নাইডুর। প্রসঙ্গত, এনডিএ ছেড়ে বেরিয়ে আসার পর চন্দ্রবাবু কার্যত বিরোধী দলগুলির যোগসূত্র হিসাবে কাজ করছেন। অতীতে তিনি এনডিএ-তেও একই ভূমিকা পালন করতেন। এবার রাহুল গান্ধী ও অন্যান্য নেতানেত্রীদের সঙ্গেও দৌত্য চালাচ্ছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।

এক্সিট পোলের ফলে ফের দিল্লির কুর্সিতে ফিরতে পারেন মোদী। এমন সময় বিরোধীদের মহাজোটের কৌশল কী হবে? সরকার গঠনে কী ভূমিকা নেওয়া হবে? এ নিয়েই আজ নাইডু ও মমতার বৈঠক বলে মনে করা হচ্ছে।

Mamata Banerjee lok sabha 2019 General Election 2019 Chandrababu Naidu
Advertisment