সশরীরে এদিন ঝাড়গ্রামে সভা করেননি অমিত শাহ। বদলে ভার্চুয়ালভাবেই হাজির সমর্থকদের সামনে বক্তব্য পেশ করেছেন তিনি। কপ্টার বিভ্রাটের জেরেই এদিন ঝাড়গ্রামে তিনি যেতে পারেননি বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও তৃণমূলের দাবি, ঝাড়গ্রামের সভায় ভিড় না হওয়াতেই সশীরের উপস্থিত থেকে সভা বাতিল করেছে গেরুয়া শিবির।
আপাতত ভিড় নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। যা অবশ্য আরও উস্কে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। গেরুয়া বাহিনীকে কোঁচা দিয়ে এদিন মমতা বলেন, 'শুনলাম লোকের অভাবে ঝাড়গ্রামে একটা সভা বাতিল হয়েছে। আমাকে বলতে পারত। সভায় আমিই কিছু লোক পাঠিয়ে দিতাম।'
গত বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের আগে বাড়িতে বলে থাকতে নারাজ তিনি। তাই পায়ের প্লাসটার নিয়েই হুইলচেয়ারে প্রচার চালাচ্ছেন তিনি। এদিন পুরুলিয়ার বাঘমুন্ডি, বলরামপুর, ঝাসদায় সভা করেন মমতা। সেই সব সভার ভিড় নিয়েও বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। জনসমাগ মেপে দেখারও চ্যালেঞ্জ চুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এইসব সভা থেকে পদ্ম বাহিনীতে কার্যত হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি ভাঙব তবু মচকাব না। সেদিন ভাগ্য জোরে বেঁচে গিয়েছি। কিন্তু আমার কণ্ঠ এভাবে হামলা করে আটকানো যাবে না। আমি স্ট্রিট ফাইটার। একটা পায় নিয়েই লড়াই করে বিজেপিকে হারাবো।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন