General Election 2019: প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় আরএসএস-এর মদতে জঙ্গিপুর থেকে ভোটে লড়ছেন, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানেই শেষ নয়, বহরমপুরে অধীর চৌধুরীও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মদতপুষ্ট বলে দাবি করেছেন মমতা। উত্তর দিনাজপুরের চোপড়ায় বুধবারের সভায় কংগ্রেসের উপর উল্লেখযোগ্যভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। এ রাজ্যের সবক'টি বিরোধী রাজনৈতিক দলকে এক বন্ধনীতে রেখে তিনি বলেন, "এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে। বহরমপুরে কংগ্রেস নেতা আরএসএসের মদতে লড়ছেন। জঙ্গিপুরে আরএসএসের মদতে লড়ছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে। কংগ্রেসকে ভোট দেবেন না’’। গতকালই উত্তরবঙ্গের এক নির্বাচনী সভায় মমতা বলেছিলেন, ‘‘কংগ্রেসের জন্যই বিজেপির এত বাড়বাড়ন্ত’’। আর এরপর এদিন, সরাসরি নাম করে অভিজিৎ মুখোপাধ্যায় এবং অধীর চৌধুরীর আরএসএস যোগ নিয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
কংগ্রেস-বিজেপিকে এক হাত নেওয়ার পাশাপাশি, কেন্দ্রে সরকার গড়ার বিষয়ে এদিন মমতার কণ্ঠে প্রত্যয়ের সুর শোনা গিয়েছে। তিনি বলেছেন, ভারতে এবার তৃণমূলই সরকার গড়বে। উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূলের সরকার গঠনের কথা দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন ডেরেক ও'ব্রায়েন। ডেরেক জানান, অন্যান্য বিরোধী দলগুলির (বর্তমানে জাতীয় রাজনীতির নিরিখে) সঙ্গে হাতে হাত মিলিয়ে কেন্দ্রে সরকার গড়বে তৃণমূল এবং দেশের তিনটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের একটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
একনজরে জেনে নিন, দার্জিলিং-এর তৃণমূল প্রার্থীর প্রচারে এদিন চোপড়ায় ঠিক কী কী বললেন মমতা-
* অতীতে কখনও কংগ্রেস জিতেছে, কখনও বিজেপি জিতেছে। কিন্তু, তৃণমূল কখনও দার্জিলিঙে জিততে পারেনি। দার্জিলিঙে গতবার বিজেপি প্রার্থী জিতেছিল। সে দিল্লি থেকে এলো, আবার দিল্লিতে চলে গেল। বিজেপি এখানে জেতার পর, আপনারা কি বিজেপি সাংসদ আলুওয়ালিয়াকে দেখতে পেয়েছেন? এবারের ভোট খুব গুরুত্বপূর্ণ, দেশের মাটি থেকে বিজেপিকে রাজনৈতিক ভাবে দূর করার ভোট। মোদীবাবু যাতে কোনওদিনও প্রধানমন্ত্রী না হন, তার জন্য নির্বাচন। আমরা চাই না দার্জিলিঙে আগুন জ্বলুক, চাই না, শিলিগুড়িতে দাঙ্গা হোক। কোথাও কোনও গোলমাল হোক চাই না। পাহাড়-সমতল একসঙ্গে কাজ করবে।
আরও পড়ুন: হিটলার বেঁচে থাকলে লজ্জায় আত্মহত্যা করতেন: মমতা
* অফিসারদের বদলি করে ভোট হয়! অফিসার বদলে কিছু হবে না। অফিসাররা ভোট দেন না, মানুষ ভোট দেন। সব অফিসাররা আমাদের সরকারের।
* আগে ছিল চাওয়ালা, এখন চৌকিদার। নির্বাচনের পর চৌকি নিয়ে হ্যাঙ্গারে ঢুকে যাবে।
* বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি এক, এখানে এরা জগাই-মাধাই-গদাই, তাই ওদের ভোট দেবেন না। সিপিএম বিজেপির দোস্ত।
*এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে। বহরমপুরে কংগ্রেস নেতা আরএসএসের মদতে লড়ছেন। জঙ্গিপুরে আরএসএসের মদতে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে লড়ছেন। কংগ্রেসকে ভোট দেবেন না।
* ভারতে এবার সরকার গড়বে তৃণমূল, সরকার গড়তে নেতৃত্ব দেবে তৃণমূল।
* নরেন্দ্র মোদীর জন্য দেশের সব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
* বলছে, এনআরসি করবে। বাংলায় কারও গায়ে হাত দিয়ে দেখ, তারপর বুঝবে!
* বলছে, সেনা কে লিয়ে ভোট দিন, পুলওয়ামায় জওয়ানদের কে মেরেছিল? আপনার কাছে তথ্য ছিল, তো কেন কিছু করেননি?
* অন্ধ্রপ্রদেশে শূন্য পাবে বিজেপি। বিহারে লালুপ্রসাদ জিতবে, উত্তরপ্রদেশে অখিলেশরা জিতবে, দিল্লিতে আপ জিতবে, তামিলনাড়ুতে ডিএমকে জিতবে, ওড়িশায় নবীনবাবুরা, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, কেরালা, ঝাড়খণ্ড কোথাও জিতবে না। বাংলায় গোল্লা পাবে।