Advertisment

দ্বিতীয় আসন থেকে লড়ছেন মমতা? মোদীকে সাফ জবাব 'দিদি'র

'প্রধানমন্ত্রীকে বলব, আপনি আপনার হোম মিনিস্টারকে আগে কন্ট্রোল করুন। তার পর আমাদের কন্ট্রোল করতে আসবেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
mamata modi west bengal election 2021

নন্দীগ্রাম ছাড়াও দ্বিতীয় আসনে ভোট লড়াই করতে পারেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবারই নির্বাচন চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে জল্পনা উস্কে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার ঝাঁঝাঁলো সুরে তার জবাব দিলেন মমতা। সাফ জানালেন, নন্দীগ্রাম ছাড়া অন্য কোনও আসনে দাঁড়াচ্ছেন না তিনি। কোন আসন থেকে ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে নমোর 'পরামর্শ' দেওয়ারও কোনও অধিকার নেই বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

Advertisment

কী বলেছেন মমতা?

তৃতীয় দফায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে ভোট রয়েছে। তারই প্রচারে শুক্রবার কোচবিহারে তিন জায়গায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার সভায় নিজেই তাঁর ভোট লড়াইয়ের প্রসঙ্গ উত্থাপন করেন মমতা। আগের নন্দীগ্রাম ছাড়াও দ্বিতীয় আসন থেকে 'দিদি' ভোট লড়াই করতে পারেন বলে যে জল্পনা মোদী মোদী উস্কে দিয়েছিলেন তার জবা দেন মুখ্যমন্ত্রী।

স্পষ্ট করে জানান, দ্বিতীয় আসন থেকে তাঁর ভোট লড়ার কোনও সম্ভাবনা নেই। মমতা নন্দীগ্রাম থেকে জিতছেন বলে একই কথা টুইটে ঘোষণা করে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাচর মঞ্চে বলেন, 'প্রধানমন্ত্রীকে বলব, আপনি আপনার হোম মিনিস্টারকে আগে কন্ট্রোল করুন। তার পর আমাদের কন্ট্রোল করতে আসবেন। আমি আপনার দলের লোক নই যে আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন। আর আমি আপনার দলের লোক নই যে আর এক জায়গা থেকে ইলেকশনে দাঁড়াতে আপনি আমাকে পরামর্শ দেবেন। আমি নন্দীগ্রাম ছাড়া কোথাউ থেকে লড়ছি না, আর নন্দীগ্রামে আমিই জিতবো।'

বৃহস্পতিবার ভোটগ্রহণের সময় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সভা থেকে মমতাকে কটাক্ষ করেমোদী বলেছিলেন, 'দিদি, এটা কি সত্যি যে আপনি নন্দীগ্রাম ছাড়াও অন্য আসনে মনোনয়ন জমা দিচ্ছেন? প্রথমে আপনি নন্দীগ্রামে গেলেন। মানুষ তার জবাব দিয়েছে। এ বার যদি অন্যত্র যান, তবে বাংলার মানুষও আপনাকে সঠিক জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee amit shah nandigram modi West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment