২১৩ আসন নিয়ে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের থ্রোনরুমে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল অনাড়ম্বর ও সংক্ষিপ্ত।
বুধবার একাই শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টা ২৫-এ কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং ফিরহাদ হাকিম। সকাল ১০.৪৫-এ শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথ নিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাজের বিচারে কোভিড পরিস্থিতি মোকাবিলাই তাঁর অগ্রাধিকার। রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ করার জন্যও কড়া ব্রাত দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে দাঁড়িয়েই জানান, হিংসা বন্ধ না করলে রাজ্য প্রশাসন কাউকে রেয়াত করবে না। বাংলায় ভোট পরবর্তী হিংসা বন্ধের জন্য মমতার হস্তক্ষেপ দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
শপথগ্রহণ অনুষ্ঠানের অতিথি তালিকায় বিরোধী শিবিরের নেতাদের আমন্ত্রণ থাকলেও ছিলেন না বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, গতবার বিধানসবার বিজেপি নেতা মনোজ টিগ্গা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীরা ও বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিরোধী শিবির থেকে একমাত্র হাজির ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। অসুস্থাতার কারণে যেতে পারেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে কলকাতায় থাকলেও তিনিও মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত হননি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
May 05, 2021 16:16 ISTমমতার শপথ, কটাক্ষ শুভেন্দুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের শপথকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। একজন ‘হারা প্রার্থীকে’কেন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে হল- তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এই প্রক্ষিতে তৃণমূলকে ফের ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’র সঙ্গে তুলনা করেছেন শুভেন্দু। বিস্তারিত পড়ুন-
-
May 05, 2021 15:28 ISTপাল্টা মোদীকে ধন্যবাদ মমতার, সহায়তার আর্জি
শপথের দিনই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা টুইটে মোদীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বাংলার স্বার্থে কেন্দ্রীয় সরকারের সহায়তার দাবি জানিয়েছেন তিনি। মহামারীর মোকাবিলায় কেন্দ্র-রাজ্যের যোথ প্রয়াসে নতুন দৃষ্টান্ত স্থাপণের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Thank you @narendramodi ji for your wishes.
I look forward to the Centre's sustained support keeping the best interest of WB in mind.
I extend my full cooperation & hope together we can fight this pandemic amid other challenges & set a new benchmark for Centre-State relations. https://t.co/DORcTPb2UG— Mamata Banerjee (@MamataOfficial) May 5, 2021
-
May 05, 2021 14:46 ISTরাজ্য পুলিশের পদে ফিরলেন অফিসাররা
ভোট শেষ হতেই রাজ্য পুলিশের বিভিন্ন পদে ফিরলেন আধিকারিকরা। ফের রাজ্য পুলিশের ডিজির দায়িত্বে বীরেন্দ্র। এডিজি আইনশৃঙ্খলা পদে জাভেদ শামিম। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
-
May 05, 2021 14:36 ISTবাজার ও ব্যাঙ্ক নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাজারের সময় নিয়ে নয়া নির্দেশিকা, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
-
May 05, 2021 14:31 ISTঅশান্তি করলেই আইনি পদক্ষেপ, হুঁশিয়ারি মমতার
যে জায়গায় বিজেপি জিতেছে সেখানেই বেশি অত্যাচার হচ্ছে। বিজেপি প্রচুর ভুয়ো ঘটনার ভিডিও ছড়াচ্ছে। এবারে এসব বন্ধ করুন, নাহলে আইন আইনের মতো ব্যবস্থা নেবে।
-
May 05, 2021 14:25 ISTবিমানে আসা-যাওয়ায় কোভিড নেগেটিভ রিপোর্ট
বিমানে আসা-যাওয়ার ক্ষেত্রে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। জরুরি ভিত্তিতে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
-
May 05, 2021 14:23 ISTকাল থেকে বন্ধ সমস্ত লোকাল ট্রেন
আগামিকাল থেকে ফের বন্ধ হচ্ছে সমস্ত লোকাল ট্রেন। সংখ্যায় অর্ধেক রাজ্যের সরকারি পরিবহণ ও মেট্রো পরিষেবা।
-
May 05, 2021 14:21 ISTসংক্রমণ রুখতে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ ঘোষণা মমতার।
-
May 05, 2021 13:47 ISTরাজ্য ভোট পরবর্তী হিংসা, ধর্নায় বিজেপি
রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে দলীয় দফতরের বাইরে ধর্নায় বসেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। রয়েছেন নবনির্বাচিত সব প্রার্থীরাও।
ছবি: শশী ঘোষ
-
May 05, 2021 13:28 ISTশপথ নিলেন বাংলার বিজেপি বিধায়করাও!
রাজভবনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথগ্রহণ করাচ্ছেন রাজ্যপাল ধনকড় ঠিক সেই সময়ই শপথ নিলেন বাংলার বিজেপি বিধায়করা। পড়ুন বিস্তারিত
-
May 05, 2021 12:23 ISTমমতাকে অভিনন্দন মোদীর
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য মমতাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইট করে অভিনন্দন বার্তা।
Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021 -
May 05, 2021 12:11 ISTরাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠকে মমতা
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত স্বাস্থ্য দফতরের আধিকারিক, হাসপাতালের সুপাররা।
-
May 05, 2021 11:15 ISTনবান্নে মমতাকে গার্ড অফ অনার
নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্মানে গার্ড অফ অনার দিল পুলিশ বাহিনী। এদিন বেলা ১২টায় কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করবেন মমতা।
-
May 05, 2021 11:02 ISTঅশান্তি করলে কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
সবাই শান্তি বজায় রাখুন। কেউ কোথাও অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে রেয়াত করা হবে না। শপথ নিয়েই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে হুঁশিয়ারি দিলেন মমতা। পাশাপাশি নবান্নে গিয়ে কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।
-
May 05, 2021 10:53 ISTমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা।
-
May 05, 2021 10:44 ISTঅতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় মমতার
রাজভবনে উপস্থিতদের সঙ্গে সৌজন্য বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপস্থিত রয়েছেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোররা। রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব।
-
May 05, 2021 10:33 ISTপ্রোটেম স্পিকার পদে শপথ নেবেন সুব্রত মুখোপাধ্যায়
রাজভবনে হাজির কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, অভিনেতা-সাংসদ দেব সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন সুব্রত মুখোপাধ্যায়।
-
May 05, 2021 10:24 ISTরাজভবনে পৌঁছলেন মমতা
রাজভবনে এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনে রাজভবনের থ্রোনরুমে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
-
May 05, 2021 10:11 ISTরাজভবনের উদ্দেশে রওনা দিলেন মমতা
কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের উদ্দেশে রওনা দিল তাঁর কনভয়।
-
May 05, 2021 10:07 ISTভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের লজ্জা: রাজ্যপাল
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের লজ্জা বলেও ব্যাখ্যা করেছেন তিনি। এ ধরনের ঘটনাকে উপেক্ষা করা বা উৎসাহ দেওয়া কাম্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
-
May 05, 2021 09:39 ISTমমতার মুখ্যমন্ত্রী হওয়া অনুচিত, মন্তব্য বিপ্লব দেবের
নন্দীগ্রামে হেরে যাওয়ার জন্য, নৈতিকতার স্বার্থে মুখ্যমন্ত্রী হওয়া অনুচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের।
-
May 05, 2021 09:33 ISTসেজে উঠেছে মমতার কালীঘাটের বাড়ি
সকাল ১০ টা নাগাদ শপথ গ্রহণ করতে বাড়ি থেকে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্লেক্স-ব্যানারে সেজে উঠেছে কালীঘাট চত্বরে তাঁর বাসভবন।
-
May 05, 2021 09:31 ISTশপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না দিলীপ
ভোটের পর আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। সেই কারণেই শপথ অনুষ্ঠানে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।