Advertisment

Lok Sabha Election 2019: বিয়াল্লিশে বিয়াল্লিশই চাই, অ্যাকশন নিতে হবে: মমতা

2019 Lok Sabha Elections: মমতা বলেন, "তৃণমূল ভবনে দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার সভাপতিরা দেখবে কাদের ট্রেনিং দেওয়া হবে। গোটা বিষয়টি দেখবেন দীনেশ ত্রিবেদী, সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়।"

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: উনিশের ভোটে রাজ্যে ৪২টি আসনই চান মমতা বন্দ্যোপাধ্যায়। "বিয়াল্লিশে বিয়াল্লিশ, এটাই চূড়ান্ত টার্গেট। ৪২টি আসনই জিতব, এটা কথার কথা নয়, আরও সক্রিয় হতে হবে, অ্যাকশন নিতে হবে," দলের কোর কমিটির বৈঠকে সোমবার এই সুরেই লোকসভা ভোটের টার্গেট ঠিক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, "কংগ্রেস কী করছে, সিপিএম কী করছে, দেখার দরকার নেই। সিপিএম-কংগ্রেস ভাই ভাই। যে যা খুশি করুন, আমাদের অ্যাকশন নিতেই হবে। যদি না করতে পারেন, তাহলে কীসের তৃণমূল কংগ্রেস!"

Advertisment

আরও পড়ুন, জগাই-মাধাইয়ের দোষ নয়, আমাদের দোষ: মমতা

mamata, মমতা নজরুম মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা। ছবি: জয়প্রকাশ দাস

দলীয় কর্মীদের উদ্দেশে মমতা আরও বলেন, "৩৪ বছর লড়াই করে বামেদের হঠিয়েছি। পাঁচ বছরে মোদী সরকারকেও সরাবই সরাব। বাংলা চায় ওরা যাক, দেশ থাক।" এ রাজ্য থেকে বিজেপির ২৩টি আসনের টার্গেটকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, "ইভিএম কারচুপির চেষ্টা চালানো হচ্ছে। ওই যে বলছে না, ২৩টা পাব, ২৪টা পাব। সব ইভিএম কারচুপি করে করবে। করাচ্ছি আমি এসব! ভাবছে সবকিছু গায়ের জোরে হবে, হবে না।" এরপরই মোদী-শাহকে আক্রমণের সুরে মমতা বলেন, "মাডিবাবুর দিন শেষ। গদ্দারের দিন শেষ। বিদায়ঘণ্টা বাজছে। দু' হাজার উনিশ, বিজেপি ফিনিশ।"

আরও পড়ুন, উনিশের রণকৌশল স্থির করতে বর্ধিত কোর কমিটির বৈঠকে তৃণমূল



অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লোকসভার প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরে কোন্দল ঠেকাতে এদিন কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। নজরুল মঞ্চে মমতা বলেন, "দল যখন প্রার্থীপদ চূড়ান্ত করবে, তখন 'ও নয়, আমি', এসব চলবে না। সকলকে মিলে লড়াই চালাতে হবে।"

আরও পড়ুন, পুলওয়ামা হামলার কথা মোদী আগেই জানতেন: মমতা

লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডার মতো নেতারা। সেই প্রেক্ষিতে দলে ভাঙন ঠেকাতে এদিন তৃণমূল নেত্রীর বার্তা, "ওরা যদি লক্ষ লক্ষ টাকা বিলোয়? হেলিকপ্টার নামায়? বাইক কিনে দেয়? ভয় দেখায়? সামলাতে পারবেন তো?" একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, "ফোন করে নেতাদের বলছে, কত টাকা লাগবে বল, আয় চলে আয়। এত টাকা পাচ্ছে কোথায় (বিজেপি)?"

অন্যদিকে, ভিভিপ্যাট সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মমতা। এজন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে দীনেশ ত্রিবেদী, সৌগত রায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উপর দায়িত্ব বর্তেছে। এদিন মমতা বলেন, "তৃণমূল ভবনে দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার সভাপতিরা দেখবেন, কাদের ট্রেনিং দেওয়া হবে। গোটা বিষয়টি দেখবেন দীনেশ, সৌগত, পার্থ।"

সব মিলিয়ে তৃণমূল যে লোকসভা নির্বাচনের ময়দানে সরবে নেমে পড়ল, এ দিনের বৈঠকের পর তা বলাই যায়।

Mamata Banerjee lok sabha 2019 General Election 2019 tmc
Advertisment