Advertisment

"যতই করো জুমলা, জবাব দেবে বাংলা", মহিলা ব্রিগেডের মিছিল থেকে সোচ্চার মমতা

নারী দিবসে মহিলা ব্রিগেড নিয়ে পদযাত্রা মমতার, পা মেলালেন সায়নী-জুন-সায়ন্তিকারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃণমূলের মহিলা ব্রিগেড নিয়ে শহরে মিছিল মমতার। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

হেঁশেলে আগুন। গ্যাসের দাম বৃদ্ধি। মধ্যবিত্তের পকেটে টান। বিজেপি সরকারের আমলে উত্তরোত্তর যেভাবে জ্বালানীর দাম বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিবাদেই আন্তর্জাতিক নারী দিবসে পথে নেমে প্রতিবাদে সরব হলেন তৃণমূলের মহিলা ব্রিগেড। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থেকেই বিরোধী পক্ষের স্বৈরাচারের বিরুদ্ধে সুর তুললেন তাঁরা।

Advertisment

পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের শাসক দলের দুই সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহান (Nusrat Jahan)-সহ একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থীরা- অদিতি মুন্সী (Aditi Munsi), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), লাভলি মৈত্র (Lovely Maitra), জুন মালিয়া (June Malia), সায়নী ঘোষ (Saayoni Ghosh) প্রমুখ।

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া মানালি দে (Manali Dey), রনিতা দাস (Ranita Das), অদৃজারাও। 'বাংলা নিজের মেয়েকেই চায়'- এই স্লোগানকে সামনে রেখেই সোমবারের পদযাত্রায় হাঁটল তৃণমূলের নারী ব্রিগেড। লক্ষ্য, রাজ্যের মহিলা ভোটাররা।

উল্লেখ্য, এবার মহিলা প্রার্থীর আধিক্য রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতেও। তৃণমূলের মোট মহিলা প্রার্থী ৫০ জন। নারী দিবসের মঞ্চ থেকেই গ্যাস ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সুর চড়ালেন তাঁরা।

June Malia Sayantika Banerjee Mamata Banerjee West Bengal Assembly Election 2021 Sayani Ghosh
Advertisment