নিজের মন্তব্যের জন্য ফের বিতর্কে দিলীপ ঘোষ। তৃণমূল সুপ্রিমোর ভাঙা পা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘বারমুডা’ পরার পরামর্শ দিলেন রাজ্য বিজেপি সভাপতি।
কী বলেছেন দিলীপ ঘোষ?
পুরুলিয়ার বান্দোয়ানে দলীয় প্রার্থীর হয়ে সভা করছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর আক্রমণের বিষয়বস্তু হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর ভাঙা পা। মমতার হুইলচেয়ারে করে প্রচার, এক পায়ে প্লাসটার বাঁধা অবস্থায় ঘোরাফেরা কে 'নাটক বলে দাবি করেন তিনি। সেই কটাক্ষের সূত্রেই এদিন মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, 'প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা'টা বের করে রাখতে পারেন, তাহলে শাড়ি কেন বারমুডা পরলেই পারেন! পরিষ্কার দেখা যায়। কত নাটক আর দেখব।'
'বাংলা এবার নিজের মেয়েকেই চায়'। একুশের ভোটে তৃণমূলের এটাই স্লোগান। যার বিরোধিতা করে এদিন দিলীপ ঘোষ বলেন, 'দিদি বলছেন, আমি একজন মহিলা। আমায় ভোট ভিক্ষা দিন। আমি বাংলার মেয়ে। বাংলার মেয়ে যা দুর্দশা করেছেন, আর কেউ চান না।এবার মেয়ের হাত থেকে মুক্তি চান।'
দিলীপবাবুর মন্তব্য ঘিরে অবশ্যে সমালোচনার ঝড়। প্রতিবাদে মুখর তৃণমূল। জোড়া-ফুল শিবিরের দলীয় টুইটার হ্য়ান্ডলারে বলা হয়েছে, 'এইরকম কুরুচিকর মন্তব্য দিলীপবাবু ছাড়া আর কারোর থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২রা মে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
'দিদি বারমুডা পরতে পারেন', বেফাঁস দিলীপ, নিন্দায় সরব তৃণমূল
নিজের মন্তব্যের জন্য ফের বিতর্কে দিলীপ ঘোষ।
Follow Us
নিজের মন্তব্যের জন্য ফের বিতর্কে দিলীপ ঘোষ। তৃণমূল সুপ্রিমোর ভাঙা পা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘বারমুডা’ পরার পরামর্শ দিলেন রাজ্য বিজেপি সভাপতি।
কী বলেছেন দিলীপ ঘোষ?
পুরুলিয়ার বান্দোয়ানে দলীয় প্রার্থীর হয়ে সভা করছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর আক্রমণের বিষয়বস্তু হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর ভাঙা পা। মমতার হুইলচেয়ারে করে প্রচার, এক পায়ে প্লাসটার বাঁধা অবস্থায় ঘোরাফেরা কে 'নাটক বলে দাবি করেন তিনি। সেই কটাক্ষের সূত্রেই এদিন মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, 'প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা'টা বের করে রাখতে পারেন, তাহলে শাড়ি কেন বারমুডা পরলেই পারেন! পরিষ্কার দেখা যায়। কত নাটক আর দেখব।'
'বাংলা এবার নিজের মেয়েকেই চায়'। একুশের ভোটে তৃণমূলের এটাই স্লোগান। যার বিরোধিতা করে এদিন দিলীপ ঘোষ বলেন, 'দিদি বলছেন, আমি একজন মহিলা। আমায় ভোট ভিক্ষা দিন। আমি বাংলার মেয়ে। বাংলার মেয়ে যা দুর্দশা করেছেন, আর কেউ চান না।এবার মেয়ের হাত থেকে মুক্তি চান।'
দিলীপবাবুর মন্তব্য ঘিরে অবশ্যে সমালোচনার ঝড়। প্রতিবাদে মুখর তৃণমূল। জোড়া-ফুল শিবিরের দলীয় টুইটার হ্য়ান্ডলারে বলা হয়েছে, 'এইরকম কুরুচিকর মন্তব্য দিলীপবাবু ছাড়া আর কারোর থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২রা মে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন