চক্রান্তকরে পরিকল্পিত হামলা নয়, নিছক দুর্ঘটনা। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার বিষয়টিকে কমিশনের কাছে এভাবেই রিপোর্টে তুলে ধরেছেন রাজ্যের দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে।
নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে জখম হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে 'ষড়যন্ত্র' বলে দাবি করেছে তৃণমূল। কমিশনকেও নিশানা করে হয়েছিল। ঘটনায় মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি দুই বিশেষ পর্যবেক্ষককে নিজেদের মতামত জানানোর কথাও বলা হয়েছিল। সেই প্রেক্ষিতেই অজয় নায়েক ও বিবেক দুবে কমিশনকে রিপোর্ট দিয়ে জানিয়েছেন নন্দীগ্রামের ঘটনা দুর্ঘটনা ছাড়া কিছু নয়।
গত বুধধবার ভোটে রাজ্যের দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে নন্দীগ্রামে গিয়ে ঘটনাস্থল সরেজমিনে পর্যবেক্ষণ করেন বলে জানা গিয়েছে।
কমিশনকে দুই পর্যবেক্ষকের দেওয়া 'দুর্ঘটনা'র রিপোর্ট মানতে রাজি নয় তৃণমূল। সাংসদ সৌগত রায় বলেন, 'দুই বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টে আমরা সবমত নই। এত দ্রুত সব দেখে রিপোরট দেওয়া হল কেমন করে? আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চাইছি।'
এপ্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'বোধাই যাচ্ছিল মুখ্যমন্ত্রীর আঘাত হওয়ার বিষয়টি দুর্ঘটনা। কিন্তু ভোটের আগে ওরা (তৃণমূল) সেটা মানতে চাইছিল না। এখন সব স্পষ্ট হয়ে গেল। ভোধা গেল ওদের আত্মবিশ্বাস তলানীতে।'
গত বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পান মমতা। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, গাড়ির সামনে ভিড়ের চাপে তাঁকে কেউ বা কারা ধাক্কা দেওয়ার ফলেই তাঁর পায়ে লেগেছে। প্রায় একই অভিযোগের সুর শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বের গলায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন