Advertisment

'একদিনের অতিথি', মোদীকে কটাক্ষ মমতার

প্রচার মঞ্চ থেকে মমতাকে উদ্দেশ্য করে 'দিদি, ও দিদি' সম্বোধন ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রচার মঞ্চ থেকে মমতাকে উদ্দেশ্য করে 'দিদি, ও দিদি' সম্বোধন ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে। অবশ্য প্রধানমন্ত্রীর ওই ডাকে 'কুরুচি'র ইঙ্গিত খুঁজে পেয়েছেন জোড়া-ফুল নেতৃত্ব। তারপরই মোদীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করে রাজ্য়ের শাসক বাহিনী। ভোট আবহে যা ঘিরে উত্তাপ ছড়ায়। এবার কালচিনির প্রচারসভা থেকে মোদী কে জবাব দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বললেন, 'আমার গুরুত্ব রয়েছে বলেই প্রধানমন্ত্রী প্রচারে আমাকে দিদি, ও দিদি বলে ডাকছেন।'

Advertisment

কী বলেছেন মমতা?

মমতাকে নিশানা করে প্রায় রোজই 'দিদি, ও দিদি' বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন মোদী। আজ কোচবিহারের সভাতেও তার অন্যথা হয়নি। এবার মোদীকে পাল্টা জবাব দিলেন 'দিদি'। বললেন, 'উনি রোজ দিদি, ও দিদি বলে ব্যঙ্গ করছেন। আমার তাতে কোনও সমস্যা নেই। আমার গুরুত্ব রয়েছে বলেই এসব করছে।'

প্রধানমন্ত্রীর ডাকে য়ে তিনি খশি, এদিন তাো খোলসা করে দেন তৃণমূল নেত্রী।

খানাকুল থেকে আরামবাগ, আক্রান্ত তৃণমূল প্রার্থীরা। তৃতীয় দফার ভোট ঘিরে অশান্তির অভিযোগ উঠে আসছে। ঝামেলার জন্য কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সকালেই টুইটে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। খানাকুল, আরামবাগের প্রসঙ্গ টেনে এদিন কালচিনিতে মমতা বিজেপিকে নিশানা করেন। মোদীকে 'এক দিনের অতিথি' কটাক্ষ করে মমতা বলেন, 'একদিনের অতিথি। রাজ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। অশান্তিমুক্ত ভোট করাতে এসেছে। কিন্তু পঞ্চায়েতের থেকেও বেশি অশান্তি হচ্ছে। তাহলে ওদের কীসের দরকার?'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee modi West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment