Advertisment

'নবান্ন দখল করবে মোর্চা, আর বাঁচার আবেদন জানাবেন মমতা', আশা অধীরের

এরপরই অবশ্য তাৎপর্যপূর্ণভাবে অধীর বলেন, ‘রাজনীতি সম্ভাবনার শিল্প।’

author-image
IE Bangla Web Desk
New Update
Covid-19 in Bengal, Bengal Poll 2021, Adhir Chowdhury, EC, Pradesh Congress

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

বাম, কংগ্রেস এবং আইএসএফ-য়ের সমন্বয়ে গঠিত সংযুক্ত মোর্চা একুশে নবান্ন দখল করবে। আর বাঁচার জন্য মোর্চার কাছে সঙ্গী হওয়ার আবেদন জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এমনই আশা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এরপরই অবশ্য তাৎপর্যপূর্ণভাবে অধীর বলেন, ‘রাজনীতি সম্ভাবনার শিল্প।’অর্থাৎ কৌশলী জবাবে ভোট পরবর্তী রাজ্য রাজনীতির সমীকরণের নানা সম্ভাবনার ইঙ্গিতই প্রদেশ কংগ্রেস সভাপতি করতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisment

তৃণমূল বা বিজেপি- উভয় শিবিরই বাংলায় ২০০ আসন জয়ে করে নবান্ন দখলের দাবি করছেন। কিন্তু ভোট সমীক্ষকদের একাংশের মতে, একুশের ভোটের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে। এই পরিস্থিতি হলে তৃণমূল কে কী সমর্থন করবেন কংগ্রেস? উত্তর দিতে দিয়ে অধীর চৌধুরী বলেছেন, 'কাল্পনিক প্রশ্নের এটা সময় নয়। আমরা সংযুক্ত মোর্চা নবান্ন দখলের লক্ষ্যে এগোচ্ছি। সংযুক্ত মোর্চাকে কারা সমর্থন করবেন সেটা তাঁদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে কোথায় যাবেন আমরা জানি না। এমনও হতে পারে সংযুক্ত মোর্চা যখন নবান্ন দখল করতে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাঁচার জন্য সংযুক্ত মোর্চার সঙ্গী হলেন। বা সংযুক্ত মোর্চার কাছে আবেদন জানালেন।'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের পরে প্রয়োজনে তৃণমূলকে সমর্থনের প্রশ্নে যেমন সরাসরি সায়ের কথা জানাননি অধীরবাবু, তেমনই প্রত্যক্ষভাবে তা নাকটও করে দেননি ঘোর মমতা বিরোধী এই নেতা।

নন্দীগ্রামে ভোটের পর সম্প্রতি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী সহ দেশের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে চিঠি লিখে একজোট হয়ে লড়াইয়ে আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী। এতেই নৈতিক জয় দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর ব্যাখ্যা, 'যে তৃণমূল নেত্রী কথায় কথায় বলতেন কংগ্রেসকে তো আমি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি। কখনও আমি কংগ্রেস করেছি ভাবতে লজ্জা হয়। সেই দিদি এখন সনিয়া গান্ধীর কাছে চিঠি লিখছেন এবং তার প্রেক্ষাপট হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে একটা বুথে তিনি দু’ঘন্টা বসে থাকলেন। রাজ্যপালের কাছে আর্জি জানালেন। যেখানে নির্বাচন কমিশনের কাছে দরবার করা উচিত। অতএব তিনি যখন বুঝলেন যে তাঁর বিপদ কাটছে না। তখন তাঁর মনে হল চিঠিটা তাঁর দেওয়া দরকার।'

অধীরবাবুর দাবি, 'সারা ভারতে সাম্প্রদায়িক বিজেপি-র মোকাবিলা করতে কংগ্রেস একটা নির্ণায়ক শক্তি। সেটা ওই চিঠি দিয়ে স্বীকার করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। দিদির স্বপ্ন বাস্তবায়িত করতে তৃণমূলীদের এখনও বলবো তৃণমূলকে সমর্থন না করে সরাসরি কংগ্রেসকে সমর্থন করুন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS West Bengal Election 2021 adhir choudhury Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment