প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ময়দানে গাঁধী মূর্তির পাদদেশ ব্যতিক্রমী ধর্না ছেড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রাচারে কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে এদিন বেলা ১১.৪০ থেকে দুপুর ৩টে পর্যন্ত একাই ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- গান্ধী মূর্তির সামনে একা ধর্নায় মমতা, নেই কোনও দলীয় পতাকা, নেতা-কর্মী
এদিন হুইলচেয়ারে করে নির্ধারিত সময়ের আগেই মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আগাগোড়াই কালো মাস্ক এবং ওই রঙের অ্যাপ্রন পরে ধর্না দেন মমতা। ধর্না চলাকালী খখনও ছবি আঁকতে, আবার কখনও মোবাইলে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ধর্নার সময় কোনও কথা বলেননি তৃণমূল নেত্রী।
আরও পড়ুন- কখনও হাতে রং-তুলি, কখনওবা মোবাইল- ব্যতিক্রমী ধর্নায় মমতার নানা মুড
কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় সোমবার মমতাকে প্রাতর থেকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছে কমিশন। মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘প্ররোচনামূলক’ ছিল বলে জানায় কমিশন। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভোটপ্রচারে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। এর প্রতিবাদেই এদিন ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ধর্না উঠলেই মেয়ো রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন বারাসত ও বিধাননগরে। দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন