Advertisment

Mani Shankar Aiyar: পাকিস্তানের পর এবার চিন, বেফাঁস মন্তব্যে তুমুল বিতর্ক, বিজেপির সাঁড়াশি চাপে কংগ্রেস

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগেই বিতর্কিত মন্তব্য মণিশঙ্কর আইয়ারের। যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress Leader China Remarks: পাকিস্তানের পর এবার চিন, বেফাঁস মন্তব্যে তুমুল বিতর্ক

প্রবীণ এই কংগ্রেস নেতার এহেন বিবৃতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Congress Leader China Remarks: পাকিস্তানের পর এবার চিন। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগেই বিতর্কিত মন্তব্য মণিশঙ্কর আইয়ারের। যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। এদিকে আইয়ারের এমন বিবৃতিকে নিশানা করে বিজেপি কংগ্রেসকে তুলোধনা করেছে।

Advertisment

সম্প্রতি পাকিস্তানকে নিয়ে বেফাঁস মন্তব্যে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলেছিলেন কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। তার রেশ কাটতেই না কাটতেই ফের চিনকে নিয়ে শোরগোল ফেলা মন্তব্য। প্রবীণ এই কংগ্রেস নেতার এহেন বিবৃতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কংগ্রেস নেতার বক্তব্য নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। এর পরে, শুধু আইয়ারই ক্ষমা চাননি, কংগ্রেসকেও রীতিমত 'ব্যাখ্যা'ও দিতে হয়।

কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে বলেন, "১৯৬২ সালের অক্টোবরে, চিনারা ভারতে আক্রমণ করেছিল বলে 'অভিযোগ'।" আইয়ারের মন্তব্য নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন বিজেপির আইটি বিভাগের প্রধান অমিত মালব্য। কী বলেছেন অমিত মালব্য?

তিনি বলেছেন, "১৯৬২ সালের চিনা দখলদারিকে ‘অভিযোগ’ বলে আখ্যা দিচ্ছেন কংগ্রেস নেতা"। এই ঘটনাকে 'নির্লজ্জ' বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি লেখেন, ‘এই চিনের জন্য নেহরু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী সদস্যপদ ছেড়ে দেন। রাজীব গান্ধী চিনের থেকে অনুদান নেন। সনিয়া গান্ধীর ইউপিএ সরকার চিনের জন্য ভারতের বাজার খুলে দিয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ক্ষতি করেছে। এখন মণিশঙ্কর আইয়ার চিনা দখলদারির ঘটনাকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চাইছেন। ভারতের ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা চিন বেআইনি ভাবে দখল করার পরও চিনের প্রতি কংগ্রেসের এত ভালোবাসা কেন?’

আরও পড়ুন - < PM Narendra Modi: ভোটের প্রচার শেষেই ধ্যানস্থ হবেন মোদী, কন্যাকুমারীতে ৩ দিন পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ >

এদিকে তার বক্তব্যের জেরে বিতর্ক বাড়তেই ক্ষমা চেয়েছেন কংগ্রেস নেতা। অন্যদিকে কংগ্রেসও আইয়ারের এই ধরণের বক্তব্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, 'তার (আইয়ার) বয়স মাথায় রাখতে হবে। পাশাপাশি তিনি ২০২০ সালের মে মাসে মোদীর বিরুদ্ধে চিকে 'ক্লিন চিট' দেওয়ার অভিযোগও করেছেন।

bjp CONGRESS modi india china standoff
Advertisment