আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মণিপুর থেকে নাগাল্যান্ড সংযোগকারী সেতু, যাতায়াত নিষিদ্ধ।
দ্বিতীয় দফা ভোটের আগেই কেঁপে উঠল মণিপুর। আইইডি বিস্ফোরণে মণিপুর থেকে নাগাল্যান্ড সংযোগকারী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থ সেতুতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে মণিপুরের কাংপোকপি জেলার একটি সেতু তিনটি বিস্ফোরণের খবর মিলেছে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণগুলি ফলে নাগাল্যান্ডের ইম্ফল এবং ডিমাপুরের যান চলাচল ব্যাহত করেছে। এখন পর্যন্ত, কোন গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি, যদিও ঘটনার তদন্ত চলছে।
বিস্ফোরণের পর, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আশেপাশের অঞ্চল এবং অন্যান্য সেতু পরিদর্শনের কাজ চলছে। ১৯ এপ্রিল মণিপুরে প্রথম রাউন্ডের ভোটে মণিপুরে গুলি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাংচুর করার পাশাপাশি ভোটারদের ভয় দেখানোর একাধিক অভিযোগ কমিশনে জমা পড়ে। কড়া নিরাপত্তায় মণিপুরের ১১টি বুথে নতুন করে ভোটগ্রহণ হয় সোমবার।
মোদীকে এবার নিশানা- Priyanka Gandhi-PM Modi: দেশের স্বার্থে মায়ের মঙ্গলসূত্র ত্যাগ! মোদীকে তাঁরই অস্ত্রে বিঁধলেন প্রিয়াঙ্কা