Advertisment

Lok Sabha Election 2019: 'কৃষক, ব্যবসায়ী এবং তরুণ প্রজন্মের কাছে মোদীর শাসন দুর্বিষহ'

"ইউপিএ নিজেদের সংশোধনের জন্য মুখিয়ে থাকত। মোদী মনে করেন তাঁদের সরকারের সংশোধন বা মূল্যায়নের কোনও প্রয়োজনীয়তা নেই। সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও চুপ মোদী",বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিগত পাঁচ বছরের এনডিএ শাসনকে খুবই দুঃখজনক সময় বলে চিহ্নিত করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বললেন, সরকার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। বললেন "নরেন্দ্র মোদীর শাসন তরুণ প্রজন্মের কাছে, কৃষকদের কাছে এবং ব্যবসায়ীদের কাছে সবচেয়ে দুর্বিষহ অধ্যায়"

Advertisment

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মনমোহন সিং বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানা তরুণ, কৃষক, ব্যবসায়ী, গণতন্ত্রের সবার কাছেই এক ভয়াবহ অভিজ্ঞতা"।

ডঃ সিং আরও বলেন, "বিজেপি জাতীয় নিরাপত্তা নিয়ে রোজ নতুন কিছু বলে। এটাই প্রমাণ করে দেয়, জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে কোনও ভাবনাই নেই বিজেপির"।

"ইউপিএ নিজেদের সংশোধনের জন্য মুখিয়ে থাকত। মোদী মনে করেন তাঁদের সরকারের সংশোধন বা মূল্যায়নের কোনও প্রয়োজনীয়তা নেই। সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও চুপ মোদী",বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

"সবাইকে নিয়ে যে বিকাশ, তাতে সরকারের আস্থা নেই এই সরকারের", অভিযোগ করলেন মনমোহন সিং।

Read the full story in English

election commission manmohon singh General Election 2019
Advertisment