Advertisment

Lok Sabha Election 2024 : রাজনীতিতে কাঁচা! 'ভাইপো'কে দায়িত্বে অব্যাহতি পিসির

প্রশ্ন উঠছে কেন তিনি এমন পদক্ষেপ নিলেন?

author-image
IE Bangla Web Desk
New Update
mayawati akash anand

ভাইপো আকাশ আনন্দের সঙ্গে মায়াবতী। (ফাইল)

রাজনীতিতে কাঁচা! ভাইপোকে দায়িত্বে অব্যহতি পিসির।

Advertisment

লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিএসপি সুপ্রিমো মায়াবতী ভাইপো আকাশ আনন্দকে বড় দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক মাস যেতে না যেতেই তিনি এখন ভাইপোর বিরুদ্ধেই কঠোর অবস্থান নিয়েছেন। তাকে দলের জাতীয় সমন্বয়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দলের উত্তরাধিকারী নিয়োগের সিদ্ধান্তও প্রত্যাহার করেছেন মায়াবতী। প্রশ্ন উঠছে কেন তিনি এমন পদক্ষেপ নিলেন?

লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে, মঙ্গলবার গভীর রাতে বড় সিদ্ধান্ত নিলেন বিএসপি প্রধান মায়াবতী। দলের জাতীয় সমন্বয়কের পদ থেকে তার ভাইপো আকাশ আনন্দকে সরিয়ে দেওয়ার পাশাপাশি মায়াবতী তাকে তার উত্তরসূরি করার সিদ্ধান্তও প্রত্যাহার করে নেন।

বিএসপি প্রধান টুইট করে বলেন, 'দলের বৃহত্তর স্বার্থ এবং এর আন্দোলনের পরিপ্রেক্ষিতে, আকাশ আনন্দকে রাজনীতিতে পরিপক্ক না হওয়া পর্যন্ত উভয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আকাশ আনন্দের বাবা আনন্দ কুমার আগের মতোই দল ও আন্দোলনে তার দায়িত্ব পালন করে যাবেন'।

গত বছর, ১০ ডিসেম্বর, ২০২৩-এ, মায়াবতী তার ভাইপো আকাশ আনন্দকে তার রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড ছাড়া দুর্বল রাজ্যগুলিতে দলের হয়ে কাজ করবেন আকাশ আনন্দ।

২৪-এর লোকসভা নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে আকাশ আনন্দ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বেনারস পর্যন্ত দু ডজনেরও বেশি সমাবেশে বক্তৃতা দেন। এ সময় আকাশ আনন্দকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই প্রচার করতে দেখা যায়। তিনি সীতাপুরের একটি কলেজে একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন, যেখানে আকাশ আনন্দের বিরুদ্ধে উত্তেজক বক্তৃতা দেওয়ার জন্য একটি এফআইআরও দায়ের করা হয়েছিল।

পাশাপাশি একটি নির্বাচনী সমাবেশে তার ভাষণের এক ভিডিওতে, আকাশকে বিজেপি সরকারকে "গদ্দারোঁ কি সরকার" (বিশ্বাসঘাতকদের সরকার) বলে তোপ দাগতে দেখা যায়। জুতো চপ্পল দিয়ে ভোট চাওয়া অন্যান্য দলের প্রতিনিধিদের আঘাত করার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। এরপরই বড় সিদ্ধান্ত নেন মায়াবতী।

Mayawati
Advertisment