'প্রধানমন্ত্রী গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছেন'। কেজরিওয়ালের গ্রেফতারির পর এমনভাবেই বিজেপির নিশানা করল আপ। পাশাপাশি আপ সুপ্রিমোর গ্রেফতারির প্রতিবাদে 'মহা সমাবেশে'র ডাক দিয়েছে ইন্ডিয়া জোট।
দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গোপাল রাই বলেছেন, “প্রধানমন্ত্রী গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছেন। যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং এজেন্সিকে দিয়ে বিরোধী নেতাদের টার্গেট করা হচ্ছে এখন মানুষ এর বিরুদ্ধে আওয়াজ তুলবে। আমরা এই ধরণের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ৩১ শে মার্চ সকাল ১০টায় রামলীলা ময়দানে (দিল্লিতে) মহা সমাবেশের আয়োজন করছি। ইন্ডিয়া জোটের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে"।
দেশকে বাঁচাতে ৩১শে মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশের আয়োজন করতে চলেছে ইন্ডিয়া জোট। দিল্লির মন্ত্রী গোপাল রাই এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গোপাল রাই বলেন, 'গোটা দেশ দেখেছে অরবিন্দ কেজরিওয়ালকে কীভাবে ইডি গ্রেফতার করেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধেই ভুয়ো মামলা করা হচ্ছে। আম আদমি পার্টির সদর দফতর সিল করে দেওয়া হয়েছে এবং তাও এমন সময়ে যখন নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে। গোপাল রাই বলেন, 'একদিকে দিল্লিতে কেজরিওয়াল গ্রেফতার, অন্যদিকে পুরো দিল্লি দুর্গে পরিণত হয়েছে। কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে' ।
সাংবাদিক সম্মেলনে দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলিও বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, "এটা কি গণতন্ত্র? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করছেন, ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করছেন। আমাদের নেতা রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন'। সিপিএম নেতা রাজীব কুনওয়ার বলেছেন যে '৩১ মার্চ ইন্ডিয়া সমস্ত জোটের নেতারা একত্রিত হবেন। আমরা দিল্লির জনগণের কাছে আবেদন জানাই, আমরা গণতন্ত্রের ওপর হামলা আর কোনভাবেই বরদাস্ত করা হবে না'।