তাঁর সরকারের গত দশ বছরে যে কাজগুলি সম্পন্ন হয়েছে সেগুলি ছিল স্রেফ ট্রেলার। এখনও দেশের অনেক কাজ বাকি আছে। নির্বাচনী প্রচারে ঝড় তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, 'এখনও আরও অনেক কিছু করতে হবে এবং দেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে হবে'।
বিরোধী দলগুলির 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' ('ইন্ডিয়া') এর জোটকে কটাক্ষ করে মোদী এদিনের ভাষণে বলেন, 'তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেন এবং দরিদ্র, দলিত এবং শোষিত-বঞ্চিত শ্রেণীর কল্যাণ ও মর্যাদা নিয়ে তারা মোটেও চিন্তিত নন। তিনি বলেন, বাহিনীকে অপমান করা এবং দেশ ভাগ করাই কংগ্রেসের পরিচয়'। রাজস্থানের চুরু থেকে ভাষণে মোদী বলেন, 'মোদী প্রতিটি মুসলিম পরিবারকে রক্ষা করেছেন'।
রাজস্থানের চুরুতে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শুক্রবারের নির্বাচনী ভাষণে মোদী বলেন, 'আজ বিশ্ব অবাক হয়ে গেছে যে ভারত কীভাবে এত দ্রুত উন্নয়নের কাজ করছে। আমরা যা সিদ্ধান্ত নিই, আমরা তা পূরণ করি'। সেই সঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, 'আগে দেশের কোষাগার খালি ছিল। কংগ্রেসের কারণে বিশ্বদরদারে ভারতের বিশ্বাসযোগ্যতা কমছিল। যে কাজ এতগুলি দশকে হয়নি, আমরা মাত্র ১০ বছরেই তা করে দেখালাম'। প্রধানমন্ত্রী মোদী বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের শক্তি। আগে সরকারি কোষাগার খালি থাকত। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত ফলাফল বিশ্বকে দেখিয়েছি'।
মোদী এদিনের ভাষণে বলেন, 'জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। প্রতিটি মুসলিম পরিবার আজ শান্তিতে ঘুমাতে পারছে তিন তালাকের বাতিলের কারণে'। লোকসভায় মহিলাদের জন্য সংরক্ষণের আইনও পাশ করা হয়েছে বলে উল্লেখ করে নারী ক্ষমতায়নের পক্ষে ফের একবার সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী।