Advertisment

'লাগাতার মিথ্যা বলছেন মোদী-শাহ', NRC তোপ মমতার

'এখনই এনআরসি লাগুর কোনও সম্ভাবনা নেই।' দার্জিলিময়ে প্রচারে গিয়ে গোর্খাদের এই আশ্বাস দিয়েছেন অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Poll 2021 modi mamata on madras high court to election commission

ফাইল ছবি

এদিন সকালে শীতলকুচিতে যান মুখ্যমন্ত্রী। দেখা করেন সিআরপিএফের গুলিতে নিহত পাঁচ যুবকের পরিবারের সঙ্গে। গুলিকাণ্ডের ন্যায্যা বিচার ও দোষীদের কঠোর শাস্তির আস্বাস দেন তিনি। এরপরই তিনি চলে আসেন ধুপগুড়িতে। সেখানে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সওয়াল করেন। দার্জিলিংয়ে প্রচারে গিয়ে গত দু'দিন এনআরসি প্রসঙ্গে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানান, এনআরসি কবে হবে তা এখনও স্থির হয়নি। কিন্তু এনআরসি নিয়ে মিথ্য়া প্রচার করে 'বিভ্রান্তি' ছড়াচ্ছেন তৃণমূল নেত্রী। এপ্রসঙ্গে এদিন ধুপগুড়িতে মমতা বলেন, 'বাংলায় এনআরসি করতে দেব না। মোদী-শাহ দার্জিলিংয়ে এক কথা বলেন, জলপাইগুলিড়িতে আরেক বলেন। ওঁরা চা বাগান শ্রমিকদের মিথ্যা প্রতিশ্রুতি দেন। মোদী-শাহ লাগাদান মিথ্যা বলেন।'

Advertisment

ধুপগুড়িতে কী বলেছেন মমতা?

  • "তৃণমূল ও রাজ্য সরকার সব ধর্মের পাশে রয়েছে। আমি কোনও ভাগাভাগি করি না।"
  • "মোদী- অমিত শাহ লাগাতার মিথ্যা কথা বলছেন। দার্জিলিংয়ে এক কথা বলেন, জলপাইগুলিড়িতে আরেক বলেন। আর আমি যা বলি তাই করি।"
  • "ওঁরা চা বাগান শ্রমিকদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আসলে তো চা বাগান ও চা শ্রমিকদের জন্য সব কাজ করেছে তৃণমূল।"
  • "বাংলায় কোনও মতেই এনআরসি করতে দেব না। ওরা এনআরসি নিয়ে বিল পাস করেছে। এখন বলছে কবে হবে সেটা ঠিক হয়নি। সব ভাঁওতা। সবাই নাগরিক।"
  • "ভুরি ভুরি মিথ্যা কথা বলে বলছে সোনার বাংলা করবো। কিচ্ছু করবে না। এখন ভোট বলে বিজেপির সবাই আসবে। তারপর আর খুঁজে পাবেন না।"
  • "শীতলকুচিতে গণহত্যা করেছে ওরা। তারপর আমি যাব বলতেই কমিশন নিষেধাজ্ঞা জারি করে দিল। আমি শীতলকুচিতে ঢুকতে পারলাম না। আপনারা এর বিচার করবেন।"
  • "সিআরপিএফের এসব ক্ষেত্রে কোমরের নিচে গুলি করার কথা। কিন্তু ওরা বুকে গুলি মারেছে। ন্যায্যা বিচারের প্রয়োজন। দোষীদের শাস্তি হবেই। মুখ বুঝে থাকবো না।"
  • "পাহাড় থেকে সমতল তৃণমূল গত ১০ বছরের উন্নয়ের ডালি সাজিয়ে দিয়েছে। কন্যাশ্রী, রূপোশ্রী, স্বাস্থ্যসাথী সহ সব প্রকল্পে মানুষ উপকৃত। এবার তো বাড়িতে বাড়িতে রেশনও পৌঁছে যাবে। বিনা পয়সায় রেশনের চাল, গম পাবেন। আমাকে ভোট দিন আরও করবো।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 Jalpaiguri modi amit shah tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment