Advertisment

গণতন্ত্রকে শক্তিশালী করার বার্তা মোদীর, সকাল সকাল সকলকে ভোটের আবেদন মমতার

তৃণমূলের গড় ভাঙতে মরিয়া গেরুয়া শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথম দু'দফার মতো তৃতীয় দফার নির্বাচনের শুরুতেও রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ভোটারদের টুইটে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisment

টুইটারে বাংলায় প্রধানমন্ত্রীর বার্তা, 'পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন!'

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, 'বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন- নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।'

তৃতীয় দফায় রাজ্যের ৩ জেলার ৩১ আসনে ভোট। ২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৩১ আসনে দাপট ছিল তৃণমূলের। গত বিধানসভায় ২৯ টি আসনে জিতেছিল জোড়া-ফুল প্রার্থীরা। ২০১৯ সালে বিধানসভাভিত্তিক ফলাফলের বিচারেও এগিয়ে তৃণমূল।

এককথায় তৃণমূলে শক্ত ঘাঁটিতে এদিনের নির্বাচন চলছে। যা ধরে রাখতে মরিয়া জোড়া-ফুল শিবির। দক্ষিণ ২৪ পরগনায় ঘাস-ফুলের জয়যাত্রা অব্যাবত রাখতে দায়িত্বে খোদ যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, 'ভাইপো'র গড় ভাঙতে চেষ্টার কসুর করেনি বিজেপি। মোদী থেকে নাড্ডা, অমিত শাহরা একাধিকবার এই তেন জেলায় সভা করেছেন। তাই তৃতীয় ভোট এই দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 West Bengal Polls 2021 modi Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment