/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/modi-9.jpg)
ফাইল ছবি
ধুন্ধুমার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট লুঠের অভিযোগে সরবতখনই বঙ্গ সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নির্বাচনী সভা করেন নমো। মমতাকে বিঁধে তিনি বলেন, 'দিদি বলছেন কুল কুল। তৃণমূল কুল নয়, বাংলার মানুষের জন্য শূল।'
নন্দীগ্রামের মানুষ বিজেপি-র পক্ষেই রায় দিয়েছেন বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'প্রথম দফার ভোটে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে ২০০-র বেশি আসন নিশ্চিত। বাংলায় আসল পরিবর্তন কেবল এক মাসের অপেক্ষা। দিদি পরাজয় স্বীকার করে নিয়েছেন।'
নমোর সংযোজন, 'গোটা বাংলা যা করবে, নন্দীগ্রাম তা আজই দেখিয়ে দিয়েছে।' গতকালই বিজেপি বিরোধীতায় তৃণমূল নেত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও এনসিপি নেতা শরদ পাওয়ারকে চিঠি লেখেন। যা নিয়ে মমতাকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, '১০ বছর যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে কী আর অন্য দলের কাছে সাহায্য চাইতে হত?'
মোদীর বাংলাদেশ সফরে ভোটের বিধিভঙ্গ হয়েছে বলে আগেই অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন সেই প্রসঙ্গ তুলে জয়নগরের জনসভায় মোদী বলেন, 'আমি বাংলাদেশে গিয়ে যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়েছি। এটা নিয়েও দিদির আপত্তি। আমি ওড়াকান্দিতে গিয়ে দেশের জন্য আশীর্বাদ চেয়েছি এটা দেখেও দিদির রাগ হয়েছে। কালীর মন্দিরে যাওয়া কি ভুল? হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি ভুল?'
পাশাপাশি বাংলায় শিল্পায়ণ প্রসঙ্গে মোদীর আশ্বাস, 'বিজেপি এলে বাংলা শিল্পের মাঠ হয়ে উঠবে।' তৃণমূলেরদুর্নীতি নিয়ে বলতে গিয়ে নমো বলেছেন, ' তৃণমূলের দুর্নীতির অন্য নাম হল খেলা হবে। দিদি বাংলার খেলার মাঠ ছিল, আছে, থাকবে বিজেপি-র জন্য বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে। বাংলা শিক্ষার মাঠ হয়ে উঠবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us