কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবার ভোট লড়াই করছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। এদিন তাঁর সমর্থনেই কৃষ্ণনগরে প্রচার সবা করেন নরোন্দ্র মোদী। এর আগে কোচবিহারের সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন নমো। কৃষ্ণনগরেও তার অন্যথা হয়নি। একানেও মোদীর সাফ কথা, একুশের ভোট বাংলায় পালা বদল নিশ্চিত। বিজেপির গাত ধরেই বঙ্গে 'আসল পরিবর্তন' হবে।
Advertisment
কী বলেছেন মোদী?
'রাজ্যে তোলাবাজি, তুষ্টিকরণের শাসন আর চলবে না।'
'দিদিকে এবার বাংলার মানুষ জবাব দেবে।'
'কেন্দ্র রাজ্যে এক সরকার প্রতিষ্ঠিত হবে।'
'২রা মে বাংলায় বিজেপি সরকার শপথ নেবে। আমি শপথ অনুষ্ঠানে আসবো।'
'দিদি তাঁর গুন্ডাবাহিনী দিয়ে হিংসায় প্ররোচনা দিচ্ছেন। গোলমাল করছেন। কখনও কমিশন, কখনও কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করছেন। কিন্তু, প্রশাসন আর গুন্ডাদের কথায় চলবে না।'
'এতদিন গতন্ত্রের সঙ্গে খেলা করেছেন। কিন্তু ছাপ্পা ভোট বন্ধ হয়ে গিয়েছে। তাই ঘাবড়ে গিয়েছেন দিদি।'
'যত আপনি ভয় পাওয়াবেন ততই বাংলার মানুষ আপনাকে হারাতে একজোট হবে।'
'হারছেন জেনেই নিজেকে আর ধরে রাখতে পারছেন না। পুরনো খেলায় নেমেছেন। হিংসা, কাটমানি, গুন্ডারাজ, তোলাবাজি সহ তৃণমূলের খেলা শেষ হবে। ২রা মে সোনার বাংলার সুদিন শুরু হবে।'
'দিদি তুমি বিজেপিকে হারাতে পারো কিন্তু বাংলার জনতাকে কেমন করে হারাবে? ৭ জন্মেও পারবে না।'
'বেনারসের কথা এমনি তোলা হয়নি, কারণ নির্বাচনের পর দিদি চলে যাবেন, আর ভাইপো সাম্রাজ্য সামলাবে। তাই বাংলার মানুষ এবার খেলা শুরু করবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন