Advertisment

বিহারে রাম মন্দিরকে হাতিয়ার করে 'হিন্দুত্ব' উস্কে দেওয়ার মরিয়া চেষ্টা মোদীর

তীব্র আক্রমণ শানিয়ে লালু প্রসাদের শাসনকালকে ‘জঙ্গলরাজ’ বলে খোঁচা দিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত ১৫ বছর ধরে বিহারের মসনদে নীতীশ কুমার। কিন্তু, রাজ্য সরকারের কাজের খতিয়ান নয়, বিহারের প্রচারে জাতীয় ইস্যু, রাম মন্দিরকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে লালু প্রসাদের শাসনকালকে ‘জঙ্গলরাজ’ বলে খোঁচা দিয়েছেন তিনি। প্রথম দফার ভোট চলছে বিহারে। সেই সঙ্গেই দ্বিতীয় দফার ভোটের জন্য এ দিন দ্বারভাঙ্গায় প্রচার সভা করেন মোদী।

Advertisment

প্রচারে রাম মন্দির নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, 'বিজেপি যা বলে সেটা করে দেখায়। রাম ম্নদির নির্মাণই তার বড় উদাহরণ। বহু তপস্যার পর অবশেষে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। যাঁরা এতদিন আমদের কাছে মন্দির নির্মাণের তারিখ জানতে চাইতেন, তাঁরাও আজ হাততালি দিতে বাধ্য হচ্ছেন। যদিও এর সব কৃতীত্বই দেশবাসীর প্রাপ্য।' এর আগে ৩৭০ ধারা রদের বিরোধীতা সহ গালওয়ানে ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের জওয়ানদের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছিলেন মোদী। এবারও জাতীয় ইস্যুর সঙ্গে 'হিন্দুত্ব'কে জুডে় দিয়ে ভোটারদের উস্কে দেওয়ারই চেষ্টা তিনি করেছেন বলে মনে করা হচ্ছে।

এ দিন লালু প্রসাদ যাদবহের মুখ্যমন্ত্রীত্বের ১৫ বছরকে‘জঙ্গলরাজ’ বলে কটাক্ষ করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, 'বিহারে যারা জঙ্গলরাজ চালিয়েছে তাঁদের আবার হারাবে বিহারবাসী। লুটেরাদেরপবরাজয় নিশ্চিত। যারা বিহারের যুব সমাজকে ঠকিয়েছে, যারা মহিলাদের উপর নির্যাতন করেছে, তাঁদের আবার হারাবে। ভোট দানের সময় ওদের ট্র্যাক রেকর্ডটা শুধু মনে রাখবেন।ওই আমলে বিহারে অপরাধমূলক কাজকর্ম দিগুণ হয়েছিল। এঁরা কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়ে দুর্নীতি করে, চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার দুর্নীতি করে। এরা বিহারকে ফের বিমারু রাজ্যে পরিণত করবে। তাই অন্ধকার থেকে যারা বিহারকে আলোর মুখ দেখানোর চষ্টা করছে তাদেরই ভোট দিন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp NDA modi Bihar Elections
Advertisment