“দিনে দু’বার লাখ টাকার স্যুট পরিবর্তন করেন”, প্রচারে ঝড় তুলে মোদীকে তুলোধনা রাহুলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্যুট নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এখন রাহুল গান্ধীও স্যুট নিয়ে মোদীর সমালোচনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোশাক সবসময়ই আলোচনার বিষয়। তিনি যেখানেই নির্বাচনী সমাবেশে যান সেই অঞ্চলের ঐতিহ্য মেনে পোশাক পরতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে । মধ্যপ্রদেশের সাতনা জেলায় প্রচার পর্বে মোদীর পোশাককে নিশানা করলেন রাহুল গান্ধী।
মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর। প্রচার চলছে জোরকদমে। মোদী ও রাজ্য সরকারের নীতির সমালোচনায় সরব হয়েছে বিরোধী কংগ্রেস। এবার মোদীর পোশাকের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন লক্ষাধিক টাকার স্যুট পরেন অথচ আমি একটা সাদা টি-শার্ট পরি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন অন্তত দুটি স্যুট বদল করেন। যার দাম লক্ষাধিক টাকা।
রাজ্যে ক্ষমতায় ফিরলে জাতশুমারি করার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা। তিনি বলেন, মধ্যপ্রদেশে ওবিসিদের সঠিক সংখ্যা জানতে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলেই প্রথম জাত শুমারি করা হবে। তিনি বলেছিলেন যে কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, দেশব্যাপী জাতিশুমারি করা হবে, এই উদ্যোগ নাগরিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলেও ভাষণে বলেন রাহুল।