Advertisment

Lok Sabha Election 2024: মোদীর মুখে ফের 'টুকরে টুকরে গ্যাং', প্রচারে ঝড় তুলে কংগ্রেসকে ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রী

কাশ্মীর নিয়ে খাড়গের বক্তব্যের বিষয়ে, বিহারের জনসভা থেকে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Siliguri Kawakhari Rally Updates , গোর্খা ভাই বোনেদেরসমস্যা সমাধানের চেষ্টা করছে বিজেপি, শিলিগুড়িতে বললেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi: মোদীর মুখে ফের 'টুকরে টুকরে গ্যাং', প্রচারে ঝড় তুলে কংগ্রেসকে ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রী

দেশভাগের চক্রান্ত করছেন বিরোধী জোটের নেতারা। নির্বাচনী ভাষণে কংগ্রেসকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী মোদীর বেনজির আক্রমণ।
হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। তারপরই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে বিরোধীদের প্রতি আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন মোদী। কাশ্মীর নিয়ে খাড়গের বক্তব্যের বিষয়ে, বিহারের জনসভা থেকে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'তাঁর কথা শুনে আমিও লজ্জিত'।

Advertisment

বিহারের নওয়াদা জেলায় রবিবার নির্বাচনী জনসভা থেকে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি খাড়গে এবং বিরোধী ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেছেন। কাশ্মীর নিয়ে খাড়গের বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, খাড়গের কথা শুনে তিনিও লজ্জিত! প্রশ্ন তুলে মোদী বলেন, খাড়গে কী জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ বলে মনে করেন না? প্রধানমন্ত্রী মোদী এদিনের ভাষণে জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। খড়গের বক্তব্যে 'টুকড়ে-টুকড়ে গ্যাংয়ে'র সুরই প্রতিধ্বনিত হচ্ছে' ।

মোদী তাঁর ভাষণে বলেন, 'কাশ্মীরের জন্য সারা দেশের যুবকরা আত্মত্যাগ করেছে। যারা ভারতের দিকে কুদৃষ্টি দিয়েছে আমরা তাদের উপযুক্ত জবাব দিয়েছি। একইসঙ্গে বিহারের মাটি থেকে ভারত জোটকেও নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদি বলেন, ইন্ডিয়া জোট হচ্ছে ঘৃণ্য ও দেশবিরোধী শক্তির আবাসস্থল।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন দিল্লিতে একই সঙ্গে লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন তারাই আবার বিভিন্ন রাজ্যে একে অপরকে গালি দিচ্ছে। বিহারে নিজেদের মধ্যে বিরোধ চলছে। ভারত জোট দুর্নীতিবাজদের আবাসস্থল। প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটে তারা সনাতন ধর্মের অবসানের কথা বলে।

প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস রাম মন্দিরের বিরোধিতা করেছিল'। আমাদের ঐতিহ্য নিয়ে তাদের সমস্যা কেন? সে প্রশ্ন তুলে মোদী বলেন, রাম মন্দিরের শিখর আজ আকাশ ছুঁয়েছে। পাশাপাশি কংগ্রেসের 'ইস্তাহার'-কে 'তুষ্টিপত্র' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মোদী।
খড়গেকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী, বললেন- 'টুকদে টুকডে গ্যাং'-এর মতো কথা বলছেন তিনি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লক্ষ্য করে বলেছেন যে তিনি 'টুকড়ে-টুকড়ে গ্যাং'-এর মতো কথা বলছেন। মোদী এদিন বলেন, "কংগ্রেস প্রশ্ন তুলেছে কেন রাজস্থানে গিয়ে আমি কাশ্মীরের ৩৭০ ধারার কথা বললাম? জম্মু ও কাশ্মীর কি আমাদের নয়? আমাদের অনেক যুবক কাশ্মীরের নিরাপত্তার জন্য লড়াই করেছে। তাদের জীবন বিসর্জন দিয়েছে।"

CONGRESS modi
Advertisment