"প্রাইম মিনিস্টার, নাকি পাবলিসিটি মিনিস্টার!"

আসন্ন লোকসভা নির্বাচনের পর মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে পাবে কিনা, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি এটা নিয়ে মন্তব্য করলে তা খুবই উদ্ধত শোনাবে, মানুষই সিদ্ধান্ত নেবে। আমি দেশের ভালোর জন্য কাজ করব। এছাড়া কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করাও আমার কাজ"। 

আসন্ন লোকসভা নির্বাচনের পর মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে পাবে কিনা, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি এটা নিয়ে মন্তব্য করলে তা খুবই উদ্ধত শোনাবে, মানুষই সিদ্ধান্ত নেবে। আমি দেশের ভালোর জন্য কাজ করব। এছাড়া কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করাও আমার কাজ"। 

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার

আসন্ন লোকসভার আগে শুরু হয়ে গিয়েছে  এ ওকে তোপ দাগার পালা। রবিবার জানা গেল, উত্তরপ্রদেশের আমেঠি ছাড়াও কেরালার ওয়েনাড় থেকে নির্বাচন লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবারেও রাহুলের গলায় শোনা গেল মোদীর সমালোচনা। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল দেশের 'ব্যর্থ' অর্থনীতির জন্য দায়ী করলেন প্রধানমন্ত্রীকেই।

Advertisment

"প্রধানমন্ত্রী নয়, প্রচারমন্ত্রী তিনি", মোদীকে কটাক্ষ করে বললেন রাহুল।

আসন্ন লোকসভা নির্বাচনের পর মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে পাবে কিনা, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি এটা নিয়ে মন্তব্য করলে তা খুবই উদ্ধত শোনাবে, মানুষই সিদ্ধান্ত নেবে। আমি দেশের ভালোর জন্য কাজ করব। এছাড়া কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করাও আমার কাজ"।

Advertisment

আরও বলুন, তমলুকে কংগ্রেসের প্রার্থী লক্ষ্মণ শেঠ?

রাহুলের অভিযোগ ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। "মোদীর ওৌদ্ধত্ত্ব সাংঘাতিক এবং ক্ষমতার লোভও রয়েছে, উনি বিশ্বাস করেন সব সমস্যার সমাধান আছে ওনার কাছেই, কারোর সঙ্গে আলোচনাও করেন না", অভিযোগ রাহুলের। দেশের 'প্রধান সমস্যা বেকারত্ব'এর জন্যেও নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন তিনি।

"২০১৪ সালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, ২ কোটি চাকরি বাড়বে বাজারে, ১০০ টি স্মার্ট সিটি তৈরি হবে, প্রতিশ্রুতি ছিল এরকম"

পুলওয়ামা হামলা নিয়ে একেক সময় একেক রকম তথ্য ছড়িয়েছিল গণমাধ্যমে, সেই নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস সভাপতি বললেন, "প্রধানমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমের ওপর সাংঘাতিক চাপ দেওয়া হয়েছিল নির্দিষ্ট এক ধরনের তথ্য প্রকাশের জন্য"।

Read the full story in English

election commission Lok Sabha polls lok sabha 2019