বিজেপি বরাবরই 'স্বজনপ্রীতির' অভিযোগে বিরোধী দলগুলিকে আক্রমণ করেছে। স্বজনপ্রীতি ইস্যুতে বিরোধীদের নিশানা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সত্ত্বেও এবারের লোকসভা নির্বাচনে বড় চমক দিতে চলেছেন লালু প্রসাদ যাদব। তাঁর মেয়ে রোহিণী আচার্য এবার নির্বাচনে লড়তে চলেছেন। যার জেরে ফের 'পরিবারতন্ত্র', স্বজনপোষণ ইস্যুতে ইতিমধ্যেই লালুকে আক্রমণ শানিয়েছেন বিজেপি। বিজেপির এই আক্রমণের যোগ্য জবাব দিয়েছে আরজেডিও।
আরজেডি এনডিএ-র একটি সম্পূর্ণ তালিকা সামনে এনেছে। যাতে তালিকায় সেই সমস্ত নেতাদের কথা তুলে ধরা হয়েছে যারা পারিবারিক সূত্রে রাজনীতির আঙিনায় পা রেখেছেন। আরজেডি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে। যাতে লেখা রয়েছে আছে এনডিএ অর্থাৎ 'বিজেপি-জেডিইউ-এলজেপির পরিবারবাদ'।
এই পোস্টে আরজেডি এনডিএ-তে যোগ দেওয়া সেই দলের নেতাদের নাম প্রকাশ্যে এনেছে যারা এবার বিহার থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এর মধ্যে সেইসব নাম রয়েছে যারা কোন না কোন রাজনীতিবিদের আত্মীয়।
সম্প্রতি, তেলেঙ্গানায় একটি সমাবেশে, স্বজনপ্রীতি ইস্যুতে বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনার পরিবার থাকলে কী আপনার দুর্নীতি করার লাইসেন্স আছে? এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিরোধীদের কাছে পরিবার আগে কিন্তু মোদীর কাছে দেশের মানুষ সবার আগে।
মধ্যপ্রদেশের জবলপুরে পরিবারতন্ত্রকে নিশানা করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, পরিবারতন্ত্র ও জাতপাতের রাজনীতির অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সঙ্গে মঙ্গলবারই লালু পরিবারকে নিশানা করলেন বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেন, লালু যাদবের পরিচয়ই স্বজনপ্রীতি।
RJD বুধবার তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি তালিকা শেয়ার করেছে যাতে বিহার এনডিএর সেই প্রার্থীদের নাম রয়েছে যারা 'বংশবাদী রাজনীতির' অংশ। এই তালিকা শেয়ার করতে গিয়ে আরজেডি লিখেছে- বিহার নির্বাচনে মোদীর পরিবার, এনডিএ অর্থাৎ বিজেপি-জেডিইউ-এলজেপির পরিবারতন্ত্র সবচেয়ে বেশি… কর্মীরা বিরক্ত!
এই তালিকায় রয়েছে ১১ জন নেতার নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে এলজেপি (রাম বিলাস) জাতীয় সভাপতি চিরাগ পাসওয়ানের নাম রয়েছে। সমস্তিপুর থেকে এনডিএ প্রার্থী শাম্ভবী চৌধুরীর নামও রয়েছে তালিকায়, কারণ তার বাবা অশোক চৌধুরী বিহারের নীতীশ সরকারের একজন মন্ত্রী। রাজ্য বিজেপির প্রাক্তন প্রধান সঞ্জয় জয়সওয়াল, পশ্চিম চম্পারণ আসন থেকে লড়ছেন যিনি প্রাক্তন সাংসদ মদন জয়সওয়ালের ছেলে। সুশীল কুমার সিং, যিনি প্রাক্তন সাংসদ রাম নরেশ সিংয়ের ছেলে তিনি ঔরঙ্গাবাদ থেকে নির্বাচনী লড়াইয়ে নামছেন।