Advertisment

'মোদীর বাংলাদেশে সফর আদর্শ আচরণবিধি ভঙ্গ', অভিযোগ মমতার

বাংলাদেশে গিয়ে বিশেষ শ্রেণির মানুষের মন জয়ের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata ram navami bjp

মমতার নিশানায় বিজেপি।

প্রধানমন্ত্রী মোদীর দু'দিনের বাংলাদেশ সফরে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। এদিন খড়গপুরের জনসভায় তৃণমূল নেত্রী বলেন, 'নির্বাচন চলছে। আর এই সময়ই প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে বাংলা নিয়ে কথা বলছেন। এটা সম্পূর্ণ নির্বাচনী বিধিভঙ্গ। '

Advertisment

পশ্চিমবঙ্গে আটদফা ভোটের শনিবারই প্রথম দফার ভোটগ্রহণ হয়। শুক্রবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মুজিবর রহমানের শতবর্ষ অনুষ্ঠান ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন। শনিবার মোদী॥ বিজেপি সাংসদ ও এদেশের মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মতুয়াভূমি ওরাকান্দি পরিদর্শন করেন।

এছাড়াও বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে এদিন পুষ্পার্ঘ নিবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীই প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের টুঙ্গিপাড়ায় বঙ্গুবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন।

লোকসভায় মতুয়া ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। বিধানসভাতেও মতুয়া ভোটে প্রভাব ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু, সিএএ লাগু নিয়ে গড়িমশি ঘিরে ভোটের আগে মতুয়া ক্ষোভ নজরে পড়েছে। এমনকী বেঁকে বসেছিলেন খোদ বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের প্রধান শান্তনু ঠাকুর। পরে মতুয়া ক্ষোভ প্রশমনে ভার্চুয়াল সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে এদিন নমোর মতুয়াভূমি ওরাকান্দি পরিদর্শন ভোটের আগে নমোর মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 modi Matua Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment