Advertisment

পঞ্চম দফার শুরুতেই প্রথমবারের ভোটারদের বিশেষ বার্তা মোদীর

একইসঙ্গে অন্য়ান্য দফার মতোই বিপুল পরিমাণে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন নমো৷

author-image
IE Bangla Web Desk
New Update
মোদীর 'মাস্টারস্ট্রোক'! মন্ত্রিসভার মতো ক্যাবিনেট কমিটিতেও নতুন মুখ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পঞ্চম দফার শুরুতেই প্রথমবারের ভোটারদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ প্রথমবারের ভোটারদের বুথে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন নমো। যে কোনও কাজেই প্রথম পদক্ষেপ অত্যন্ত স্মরণীয়৷ ভোটদানের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়৷ তাই প্রধানমন্ত্রীর টুইটবার্তায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগে প্রথমবার ভোটারদের উৎসাহ কয়েকগুণ বাড়বে বলেই আসা। একইসঙ্গে অন্য়ান্য দফার মতোই বিপুল পরিমাণে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন মোদী৷

Advertisment

টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 'পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।'

প্রতি দফার ভোটের সকালে প্রধানমন্ত্রী নিয়ম করে ট্যুইট করছেন৷ বাঙালিদের মন জয়ে বাংলা ভাষাতেই টুইট করছেন নমো৷ প্রথম দফা থেকে চতুর্থ দফায় কখনও বিপুল পরিমাণে ভোটারদের ভোট দানের আহ্বান জানিয়েছেন মোদী, আবার কখনও মহিলাদের ভোটদানে উথসাহিত করেছেন। পঞ্চম দফায় প্রথমবারের ভোটদাতাদের উৎসাহিত করলেন তিনি৷

বাংলার মহারণের পঞ্চম দফায় ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ চলছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই দফাগুলিতে পায়ের তলায় মাটিই ছিল না বিজেপির। কিন্তু, ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলাফলে আসন সংখ্যার নিরিখে সমানে সমানে টক্কর রয়েছে তৃণমূল ও বিজেপির। লোকসভা ভোটের ফল অনুযায়ী এই ৪৫টি বিধানসভার মধ্যে তৃণমূল ২৩টি আসনে ও বিজেপি ২২টি আসনে এগিয়ে ছিল। লড়াই তাই হাড্ডাহাড্ডি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment