/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/modi-4.jpg)
বিজেপির জয় বাংলায় উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে। টুইটবার্তায় শুক্রবার এই দাবি করেছেন প্রধীনমন্ত্রী নরেন্দ্র মোদী।
একুশে বাংলা দখল বিজপির পাখির চোখ। প্রচারে ধন ঘন আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। বৃহস্পতিবারই পুরুলিয়ায় প্রচার সভা করেছেন প্রধানমন্ত্রী। তার ১০ দিন আগেই ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সভা করেছে পদ্ম ব্রিগেড। সভায় জনসমাগম দেখে আপ্লুত মোদী। বাংলা জয় যে নিশ্চিত প্রচারে বারে বারেই তা বলছেন তিনি।
বাংলা জয় যে বিজেপির সময়ের অপেক্ষা এদিন প্রধানমন্ত্রীর টুইটে তার প্রতিফলন ঘটেছে। টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'বিজেপির জয় বাংলায় উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে। একই সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের হুঙ্কার, অপশাসন কমবে।'
BJP winning in West Bengal would mark the start of a new era of development in the state. At the same time, bullying by TMC cadres will stop.
Sharing highlights from Purulia. pic.twitter.com/SbktUAeYat— Narendra Modi (@narendramodi) March 19, 2021
টুইটবার্তায় বৃহস্পতিবার পুলিয়ার সভায় ভিড়ের ভিডিও তিলে ধরেছেন প্রদানমন্ত্রী। পুরলিয়ার প্রচারকে স্মরণীয় বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-‘পুরনো কর্মীরা কাঁদছেন’, গেরুয়া শিবিরে বিভাজন ধরাতে মরিয়া মমতা
বৃহস্পতিবার পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে তৃণমূলের উন্নয়ের দাবিকে আক্রমণ করেন মদী। কটাক্ষ করেন 'খেলা হবে' স্লোগানের। পাল্টা বলেন, 'বাংলার মানুষের উন্নয়ন না করে বলছেন খেলা হবে। এর সাজা মানুষই দেবে। ১০ বছরে যা যা করেছেন তার উত্তর দেবেন। দুর্নীতির সাজা দেবে বাংলার মানুষ। কলকাতার ব্রিগেডের পর উনি কী কী করছেন বাংলার মানুষ শুধু নয় দেশের মানুষও দেখছেন। উনি হারের ভয় পাচ্ছেন। আপনি খেলতে থাকুন দিদি। অনেক খেলেছেন, কিন্তু এবার খেলার শেষ হবে- বিকাশ শুরু হবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন