Advertisment

'বেশি করে ভোটাধিকার প্রয়োগ করুন', ষষ্ঠ দফার শুরুতেই আর্জি মোদীর

বিগত পাঁচ দফাতেও ভোটের শুরুতেই ভোটারদের কাছে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Nominate your choice of inspiring people for Padma awards Modi to citizens

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশবাসীকে নাম মনোনয়ের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী।

ষষ্ঠ দফা শুরুর আগেই বাংলার ভোটারদের কাছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য় দিনের মতো এদিনও টুইটে আর্জি জানিয়েছেন নমো।

Advertisment

টুইটারে মোদী লিখেছেন, 'পশ্চিমবঙ্গের জনগণ নতুন বিধানসভা নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। আজ ষষ্ঠ দফা, যাঁদের আসনে আজ ভোট সেইসব ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ জানাচ্ছি।'

বিগত পাঁচ দফাতেও ভোটের শুরুতেই ভোটারদের কাছে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। কখনও বিপুল হারে ভোট, আবার কখনও মহিলাদের বেশি করে ভোট দানে উৎসাহিত করেছেন মোদী। এচাড়াও নতুন ভোটারদেরও ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হল না।

আজ চারটি জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন চলছে। পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার ১৭টি বিধানসভা, উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা, এবং নদিয়ার ৯টি বিধানসভায় নির্বাচন হচ্ছে। ষষ্ঠ দফায় ভোট শান্তিপূর্ণ করতে ১,০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment