Advertisment

ফের রেকর্ড সংখ্যায় ভোটের আবেদন মোদীর, বাংলায় টুইটবার্তা

দ্বিতীয় দফার ভোটের শুরুতেও টুইটবার্তায় ভোটারদের ভোটদানে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi tweet for bengal poll 2021

দ্বিতীয় দফার ভোটের শুরুতেও টুইটবার্তায় ভোটারদের ভোটদানে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার মতো এদিনও বাংলায় টুইট করেছেন তিনি। এবারও রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য চার জেলায় ৩০ কেন্দ্রের ভোটারদের আর্জি জানিয়েছেন নমো।

Advertisment

টুইটবার্তায় মোদী লিখেছেন, 'বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।'

আজ বাংলায় চার জেলার ৩০ কেন্দ্রে ভোটগ্হণ শুরু হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।

পূর্ব মেদিনীপুরের যে ৯ কেন্দ্রে ভোট চলছে সেগুলো হল- নন্দীগ্রাম, পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া, তমলিক, হলদিয়া, মহিষাদল, ময়না, নন্দকুমার, চণ্ডীপুর।

পশ্চিম মেদিনীপুরেও ৯ কেন্দ্রে ভোট চলছে। কেন্দ্রগুলো গল- ডেবরা, কেশপুর, চন্দ্রকোণা, ঘাটাল, দাসপুর, খগড়গপুর, পিংলা, সবং, নারায়ণপুর।

বাঁকুড়া ৮ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলো হল- তালডাোলা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।

ভোট চলছে দক্ষিণ ২৪ পরগনার চার কেন্দ্র পাথরপ্রতিমা, গোসাবা, সাগর ও কাকদ্বীপে।

তবে, ২৯ কেন্দ্রের মধ্যে দ্বিতীয় দফায় সবার নজর হাইভোল্টেজ নন্দীগ্রামে। এখানেই বাংলা রাজনীতির 'সম্মানের লড়াই'। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লড়াইয়ের ময়দানে তাঁরই একদা সহযোগী তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। লড়াইয়ে রয়েছেন সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ও।

আজ যে ৩০ কেন্দ্রে ভোট চলছে ২০১৬ সালের বিধানসভায় তার মধ্যে ২১টিতে জয় পেয়েছিল তৃণমূল। ৪টিতে জিতেছিলেন সিপিএম। ৩টিতে কংগ্রেস। কিন্তু ২০১৯ সালের লোকসভার ফলাফলের বিচারে ওই ৩০ কেন্দ্রের ১২টিতে এগিয়ে রয়েছে বিজেপি, ১৮টিতে জোড়া-ফুল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi modi West Bengal Polls 2021 West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment