Advertisment

Lok Sabha Election 2019: সুরজিৎ-সহ রাজ্যের একাধিক প্রশাসনিক কর্তার বদলির দাবি মুকুলের

General Election 2019: "এই যে একজন অবসরপ্রাপ্ত অফিসার সুরজিৎ কর পুরকায়স্থ, তাঁর ক্ষমতা কী, তাঁর পদ কী, তা এখনও কেউ জানল না। অ্যাডভাইসর নাম নিয়ে বসে সমগ্র পুলিশ পরিচালনা করছেন উনি। কমিশনকে বলেছি ব্যবস্থা নিতে।"

author-image
IE Bangla Web Desk
New Update
mukul roy, loksabha election 2019, মুকুল রায়, লোকসভা নির্বাচন ২০১৯

মুকুল রায়। ফাইল ছবি।

General Election 2019: আইপিএস বদলি নিয়ে লোকসভা ভোটের মুখে তেতে রয়েছে বঙ্গ রাজনীতি। এই উত্তপ্ত আবহের মধ্যে ফের পুলিশ বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। কোচবিহার ও জলপাইগুড়ির পুলিশ সুপারের বদলির দাবি জানিয়ে কমিশনকে ‘কড়া ভাষায়’ চিঠি দিয়েছে বিজেপি। একথাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের পদ নিয়ে প্রশ্ন তুলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন মুকুলরা।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

এদিন বিজেপি নেতা মুকুল রায় বলেন, "যাঁদের বিরুদ্ধে কোনও না কোনও সময় অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে নির্বাচনের কাজ থেকে বাদ দিয়েছে কমিশন। সেসব কোনও আধিকারিককে রাখা যাবে না নির্বাচনী প্রক্রিয়ায়। এক্ষেত্রে ২০১১, ২০১৪, ২০১৬ সালের ভোটে নির্বাচন কমিশন যেসব আধিকারিককে তাঁদের পক্ষপাতদুষ্ট আচরণের জন্য বাদ দিয়েছিল, তাঁরা কীভাবে এবার নির্বাচনী প্রক্রিয়ায় রয়েছেন? জলপাইগুড়ির এসপি কতদিন রয়েছেন? আমরা দাবি জানিয়েছি, কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপার এবং জলপাইগুড়ির পুলিশ সুপারকে বদলি করা হোক।’’

আরও পড়ুন: Lok Sabha Election 2019: বিজেপির ইশারাতেই পুলিশ অপসারণের সিদ্ধান্ত কমিশনের: মমতা

মুকুল রায় আরও বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের সময় যেসব রিটার্নিং অফিসার ছিলেন, যেখানে অধিকাংশ জায়গায় মানুষ ভোট দিতে পারেন নি, মনোনয়ন দিতে পারেন নি, সেসব জায়গার আধিকারিকদের নির্বাচনী প্রক্রিয়ায় রাখা যাবে না। এই দাবি আমরা কমিশনকে লিখিত আকারে জানিয়েছি। কমিশনের উপর আস্থা রয়েছে। বিবেচনা করে দেখবে।’’

রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ও ডিজির বিরুদ্ধে সরব হয়েছেন মুকুল রায়। এ প্রসঙ্গে মুকুল বলেন, ‘‘আড়াই বছর আগে কোনও একটা অনুষ্ঠানে ছবি থাকার জন্য পুলিশ পর্যবেক্ষককে বদলি করার আবেদন করা হয়েছিল। একমাস আগে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে যিনি ধর্নায় বসলেন, একমাস আগে সুপ্রিম কোর্টে নিঃশর্তে ক্ষমা চাইলেন, তিনি পশ্চিমবঙ্গের ডিজি প্রধান থাকবেন কীভাবে?’’

আরও পড়ুন: ভোটের মুখে সরলেন কলকাতা-বিধাননগরের পুলিশ কমিশনার

এরপরই মুকুল বলেন, ‘‘এই যে একজন অবসরপ্রাপ্ত অফিসার সুরজিৎ কর পুরকায়স্থ, তাঁর ক্ষমতা কী, তাঁর পদ কী, তা এখনও কেউ জানল না। অ্যাডভাইসর নাম নিয়ে বসে সমগ্র পুলিশ পরিচালনা করছেন উনি। কমিশনকে বলেছি ব্যবস্থা নিতে। অতীত বলছে, অবসর নেওয়ার পর চয়ন মুখোপাধ্যায় ওএসডি হিসেবে রাইটার্সে কাজ করছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে কমিশন চয়নবাবুকে সরিয়ে ছিলেন। তাহলে কেন সুরজিৎ কর পুরকায়স্থকে সরানো হচ্ছে না? উনি নিঃশব্দে পিছন থেকে সমগ্র পুলিশ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। সবটা কমিশনকে জানিয়েছি।’’

অন্যদিকে, এদিন মুকুলের আরও অভিযোগ, ‘‘সিআইডিতে একটা সেল তৈরি করা হয়েছে, যারা বিজেপি নেতাদের ফোন ট্যাপ করে। ফোন ট্যাপিং সেল তৈরি করা হয়েছে।’’

lok sabha 2019 General Election 2019 election commission mukul roy
Advertisment