Advertisment

Asaduddin Owaisi: 'মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন', মোদীর মন্তব্যের ধুঁয়াধার জবাব ওয়াইসির  

এআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
owaisi

"মোদি সরকারের তথ্য অনুযায়ী, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে। আসলে, মুসলিম পুরুষরা দেশের বেশিরভাগ কনডম ব্যবহার করে এবং এটা বলতে আমার কোন লজ্জা নেই," আন্ডারলাইন করেছেন ওয়াইসি।

'মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন', নির্বাচনী ময়দানে এমনই মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রাজস্থানের সভায় সদ্য কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণ নিয়ে তোপ দেগে এক মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘যাঁদের বেশি সন্তান আছে’ তাঁদের মধ্যে ‘মা বোনেদের সোনা বিলিয়ে দেবে’ কংগ্রেস, বলে এক মন্তব্য করেছিলেন মোদী। এবার জনসংখ্যা বিতর্কে মোদীকে নিশানা করেন ওয়াইসি।

Advertisment

এআইএমআইএম প্রধান দাবি করেন, মুসলিম পুরুষরাই দেশে সব থেকে বেশি কন্ডোম ব্যবহার করেন। পাশাপাশি মোদীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীরা। জনসংখ্যা বৃদ্ধি ইস্যুতে মোদীকে নিশানা করে আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেছেন যে মুসলিম সম্প্রদায় দেশে সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছেন ওয়াইসি

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটের দুটি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। এখনও ৫ দফায় হবে ভোটগ্রহণ। সব রাজনৈতিক দলের প্রবীণ নেতারা নিরন্তর ভোট প্রচারে ব্যস্ত। তবে এবারের নির্বাচনী প্রচারে উঠে এল কন্ডোমের প্রসঙ্গ। এআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি একটি সমাবেশে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে মোদীকে নিশানা করে দাবি করেছেন যে মুসলিম সম্প্রদায়ের লোকেরা দেশে সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন।

মুসলিমদের মধ্যে প্রজনন হার উল্লেখযোগ্যভাবে কমেছে- ওয়াইসি

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী দেশে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। ওয়াইসি বলেছিলেন যে মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ওয়াইসি বলেন, সরকারি তথ্য বলছে, দেশের পুরুষদের মধ্যে মুসলিমরা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন।

দলিত ও মুসলমানদের উস্কে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যাচার ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ওয়াইসি। এআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে ওয়াইসি বলেন, "তার একটাই গ্যারান্টি আছে, দলিত ও মুসলমানদের ঘৃণা করা।"

Asaduddin Owaisi
Advertisment