Advertisment

নমো টিভিতে প্রজ্ঞা ঠাকুরের অনুষ্ঠান: সম্প্রচারে ছাড়পত্র 'সাইলেন্স পিরিয়ড' শুরুর পর

১৪ মে নির্বাচন কমিশন লিখিত আকারে জানায় যে এই প্রোগ্রাম 'রাজনৈতিক বিষয়'-এর আওতায় পড়ছে না, ফলে এ ব্যাপারে পূর্বশংসার প্রয়োজন নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Namo Tv

নমো টিভির এই অনুষ্ঠানে প্রজ্ঞা ঠাকুর জেলে তাঁর উপর অত্যাচারের কথা বর্ণনা করেন

বিজেপির আবেদনের ভিত্তিতে গত সপ্তাহে নমো টিভিতে প্রজ্ঞা ঠাকুরকে নিয়ে একটি অনুষ্ঠান প্রদর্শনের ছাড়পত্র দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির কাছে যে সময়ে ছাড়পত্র পৌঁছেছে, সে সময়ে রবিবারের ভোটের জন্য সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল।

Advertisment

দিল্লির মুখ্য নির্বাচনী কার্যালয়ের কাছে বিজেপি আবেদন করেছিল প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে আপ কি আদালত শো প্রদর্শনের জন্য। এই শোটি প্রথমবার দেখানো হয়, ২০১৮ সালে ইন্ডিয়া টিভি-তে। ওই শো-তে তিনি ২০১৯ সালে বিজেপির হয়ে প্রচারের কথা বলেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেন। এপ্রিলের শেষে এ ব্যাপারে ব্যাখ্যার জন্য় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় দিল্লির মুখ্য নির্বাচনী কার্যালয়।

১৪ মে নির্বাচন কমিশন লিখিত আকারে জানায় যে এই প্রোগ্রাম 'রাজনৈতিক বিষয়'-এর আওতায় পড়ছে না, ফলে এ ব্যাপারে পূর্বশংসার প্রয়োজন নেই। দিল্লির মুখ্য নির্বাচনী কার্যালয় এ কথা বিজেপি-কে জানিয়ে দেয় মে মাসের ১৭ তারিখে। ভোপালে ভোট ছিল ১২ মে।

১৬ এপ্রিল নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল নমো টিভিতে সম্প্রচারের জন্য সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন এবং রেকর্ডেড অনুষ্ঠানের জন্য পূর্ব-শংসা লাগবে।

লোকসভা ভোটে বিজেপি-র হয়ে শুধু সমর্থনই করেননি প্রজ্ঞা ঠাকুর, ওই অনুষ্ঠানে তিনি জেলে তাঁর উপর অত্যাচারের কথাও বলেছেন, বলেছেন হিন্দু রাষ্ট্র সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির কথাও।

ওই অনুষ্ঠানে মোদীকে সমর্থন করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে প্রজ্ঞা ঠাকুর বলেন, "মোদীজি দেশভক্ত, আমার ওঁকে সমর্থন করতে কোনও অসুবিধা নেই।" রাহুল গান্ধীকে "শিশু" বলে আখ্যা দিয়ে প্রজ্ঞা বলেন, "দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই"।

Read the Story in English

election commission
Advertisment