Advertisment

নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে সোমবারের মধ্যে

কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সাংভি।

author-image
IE Bangla Web Desk
New Update
Election Commission

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (ফাইল ফোটো- অমিত মেহরা)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের যে সব অভিযোগ বকেয়া রয়েছে, সেগুলির শুনানি ৬ মে-র আগে সেরে ফেলতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই রায় দিয়েছে।

Advertisment

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে নির্বাচন কমিশন বলেছে মোদী ও অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেস এখনও পর্যন্ত যে ১১টি অভিযোগ জমা করেছে, তার মধ্যে দুটির ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গিয়েছে। বুধবার নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদীকে দ্বিতীয় ক্লিন চিট দিয়েছে। গত ৯ এপ্রিল মহারাষ্ট্রের লাতুরে প্রথম ভোটারদের কাছে বালাকোট আ্রক্রমণের প্রসঙ্গ তুলে ভোট চান মোদী, এমনটাই অভিযোগ ছিল।

এর আগে গত ১ এপ্রিল মহারাষ্ট্রের ওয়ার্ধায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের যে অভিযোগ ছিল, তা থেকেও নিষ্কৃতি দেওয়া হয়েছে তাঁকে। ওয়েনাড় থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত সম্পর্কে মোদী বলেছিলেন, "কংগ্রেস এখন সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগুরু, তেমন জায়গায় আশ্রয় নিচ্ছে।"

কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সাংভি। তিনি বলেন কংগ্রেস নির্বাচন কমিশনে মোদী-অমিত শাহের বিরুদ্ধে ১১টি অভিযোগ করেছেন, কিন্তু তার মধ্যে মাত্র দুটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রঞ্জন গগৈ, দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নাকে নিয়ে গঠিত বেঞ্চ বলে আবেদনকারীদের বাকি সওয়াল শোনার দিন ৬ মে। তার আগে নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।

মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, গত ৫ এপ্রিল থেকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং নির্বাচন কমিশনার অশোক লাভাসা এবং সুশীল চন্দ্রাকে নিয়ে পুরো কমিশন  প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ সম্পর্কে আলোচনা করেনি।

গত ৫ এপ্রিল কংগ্রেস নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করে।

Read the Story in English

CONGRESS amit shah election commission PM Narendra Modi
Advertisment