Advertisment

'চৌকিদারি মনোভাব থাকবে আজীবন', তবে নাম থেকে বাদ পড়ল 'চৌকিদার'

"চৌকিদারি মনোভাবকে অন্য স্তরে নিয়ে যাওয়ার সময় এসেছে এবার", বললেন মোদী। প্রধানমন্ত্রীর ইচ্ছে মতোই দলের অন্যান্য নেতারাও নামের সামনে থেকে বাদ দিলেন চৌকিদারের তকমা।

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi, নরেন্দ্র মোদী, loksabha election 2019 results bjp, লোকসভা নির্বাচনের ফল ২০১৯

নরেন্দ্র মোদী। ছবি: টুইটার।

বিরোধী শিবিরে ধস নামিয়ে কেন্দ্রে উঠল গেরুয়া ঝড়। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য মসনদে আসছে বিজেপিই। জয়ের খবর সুনিশ্চিত হতেই টুইটার থেকে নামের আগে সরিয়ে দিলেন 'চৌকিদার' শব্দটি। মোদী জানালেন চৌকিদারের মনোভাব মুছবে না তাঁর।

Advertisment

"চৌকিদারি মনোভাবকে অন্য স্তরে নিয়ে যাওয়ার সময় এসেছে এবার", বললেন মোদী। প্রধানমন্ত্রীর ইচ্ছে মতোই দলের অন্যান্য নেতারাও নামের সামনে থেকে বাদ দিলেন চৌকিদারের তকমা। জানালেন, 'চৌকিদারি মনোভাব থাকবে আজীবন, ওই মনোভাব আমাদের সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ"।

মোদীর দাবি নির্বাচনী প্রচার চলাকালীন দেশের নাগরিকরা অন্তত ২০ লক্ষ বার এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। এই সংক্রান্ত প্রায় ১৬০০ কোটি ছবি শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায়।

PM Narendra Modi rahul gandhi election commission General Election 2019
Advertisment