Advertisment

ইঙ্গিতে বিরোধীদের বাইজি বললেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, তিন পর্যায়ের ভোট হয়ে যাওয়ার পর স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সূর্য পশ্চিমবঙ্গ থেকে অস্ত যেতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP, Narendra Modi

ছবি- টুইটার

যারা ২০-২৫টা আসনে লড়ছে, তারাও এখন প্রধানমন্ত্রী হতে চাইছে। লাগাতার দ্বিতীয় দিন রাজ্যে প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি এ ভাবেই তোপ দেগেছেন বিরোধীদের।

Advertisment

"মনে হচ্ছে সবাই প্রধানমন্ত্রী হতে চাইছে। যারা ২০ থেকে ২৫টা আসনে লড়ছে তারাও প্রধানমন্ত্রী পদ দাবি করছে।" বীরভূম জেলার এক সভায় মোদী বলেন, “সবাই ঘুঙুর বেঁধে তৈরি।“

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, তিন পর্যায়ের ভোট হয়ে যাওয়ার পর স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সূর্য পশ্চিমবঙ্গ থেকে অস্ত যেতে চলেছে।

তিনি বলেন, “দিদির যদি গুণ্ডা শক্তি থাকে, তাহলে আমাদের আছে গণতন্ত্রের শক্তি।“ এ রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত তৃতীয় দফার ভোটে বুথের কাছে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে দেশি বোমার লড়াই পরিলক্ষিত হয়েছে।

মোদী বলেন, “দিদি অবশ্য এ কারণেই নির্বাচন কমিশনের উপর রেগে গিয়েছেন।“ তাঁর বিদেশ সফর নিয়ে বিরোধীরা প্রায়ই তাঁকে নিন্দা করে থাকেন। এদিন মোদী বলেন, তাঁর বৈদেশিক কূটনীতির কারণেই ভারতের শক্তি সারা দুনিয়ার কাছে পরিচিত হয়েছে।

তিনি বলেন, “আমি কোথাও একটা পড়েছিলাম যে দিদি বলেছেন চাওয়ালা পাঁচ বছর ধরে বিদেশ সফরে ব্যস্ত রয়েছেন, কিন্তু আজ ভারতের ক্ষমতার কথা যে সারা পৃথিবী জানে, তা এই বিদেশ সফরের কারণেই।“

আসানসোলে মঙ্গলবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, প্রধানমন্ত্রীর পদ নিয়ে নিলাম হচ্ছে, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস দুর্নীতির মাধ্যমে লুঠ করা টাকা নিয়ে সে পদ কেনার চেষ্টা করছে।

“আমাদের দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। প্রধানমন্ত্রী পদ যদি নিলাম করে পাওয়া যেত, তাহলে কংগ্রেস এবং দিদি দুজনেই খুব আনন্দের সঙ্গে সে নিলামে যোগ দিত। দুর্নীতির মাধ্যমে লুঠ করা টাকা নিয়ে আসত তারা। কিন্তু দিদি, এ আসন আপনি নিলামের মাধ্যমে পাবেন না। এর জন্য ১৩০ কোটি ভারতীয়ের আশীর্বাদ চাই।“

Read the Story in English

tmc bjp PM Narendra Modi
Advertisment