Modi attacks on Mamata before loksabha last phase poll: 'বাংলার অস্তিত্বটাকেই নষ্ট করতে চাইছে তৃণমূল'। মথুরাপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে কাকদ্বীপ থেকে বিরাট বার্তা মোদীর। বাংলার উন্নয়নে মোদী যা করছে, তাই হতে দিচ্ছে না তৃণমূল। কাকদ্বীপের সভা থেকে মমতা নিশানা করে মোদী বলেন, 'মোদী যা উন্নয়ন করছে, মমতা তাতেই বলছেন এটা হতে দেব না'। এমনকী গরীবদের চিকিৎসা পরিষেবার সুবিধা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করছে মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
ওবিসি সংরক্ষণ বাতিল নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে মমতার মন্তব্যকে এদিন নিশানা করেছেন মোদী। তিনি বলেছেন, 'বাংলায় মমতা ওবিসির সংরক্ষণ মুসলিম সম্প্রদায়কে দিয়ে দিচ্ছে। মমতা প্রকাশ্যে বলছেন হাইকোর্টের রায় মানবো না। ভোট ব্যাঙ্কের কথা চিন্তা করে তুষ্টির রাজনীতি করছেন বাংলার মুখ্যমন্ত্রী'। বাংলায় সাধু-সন্তদেরও ছেড়ে কথা বলছেন না তৃণমূল। তৃণমূলের গুণ্ডারা রাম কৃষ্ণ মিশনে হামলা চালাচ্ছে বলেও এদিন মমতাকে নিশানা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিরোধী জোটকে 'ইন্ডি-জামাত' বলেও কটাক্ষ করেন তিনি। মোদী আরও বলেছেন, 'বাংলার উন্নয়ণই হবে মোদীর গ্যারান্টি'। বিজেপির প্রতি বাংলার মানুষের ভালবাসা সহ্য হচ্ছে না তৃণমূলের বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন - < PM Narendra Modi: ভোটের প্রচার শেষেই ধ্যানস্থ হবেন মোদী, কন্যাকুমারীতে ৩ দিন পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ >
তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, ‘‘আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, ‘‘বাংলায় এটা হতে দেবে না’। কেন্দ্র সরকার মৎস্যজীবীদের নানান যোজনা এনেছে । তৃণমূল সেই সব যোজনা বাংলায় হতে দেয়নি বলে এদিন তোপ দাগেন প্রধানমন্ত্রী। 'তৃণমূলের মানুষের জন্য কিছু কোনও সহানুভূতি নেই। বাচ্চাদের মিডডে মিলের টাকা থেকে কাটমানি নিচ্ছে ওরা' কাকদ্বীপের সভা থেকে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন মোদী। তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ কে কটাক্ষ করে মোদী বলেন, 'তৃণমূল এবং ‘ইন্ডিয়া’জোট বাংলাকে উন্নয়নের বিপরীত পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। বাংলার উন্নয়নে মোদী যা কিছু করছেন তার সবেতেই তৃণমূল বলে সেটা হতে দেবে না।'
আরও পড়ুন - < Mani Shankar Aiyar: পাকিস্তানের পর এবার চিন, বেফাঁস মন্তব্যে তুমুল বিতর্ক, বিজেপির সাঁড়াশি চাপে কংগ্রেস >
মোদী আরও বলেছেন ‘ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে । বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন। আগামী ৪ঠা জুন থেকেই 'বিকশিত ভারত নির্মাণ' শুরু হবে।’ কলকাতার রোড-শো-তে মানুষের ভালবাসা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি । মোদী বলেছেন, 'কলকাতাবাসীদের উৎসাহ দেখে আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’
বক্তব্যের মূল বিষয় এক নজরে-
-ভুয়া সার্টিফিকেট ইস্যু করে তৃণমূল মুসলিমদের হাতে ওবিসিদের অধিকার তুলে দিয়েছে।
-তৃণমূল কেন্দ্রের উন্নয়ন বাংলায় হতে দিচ্ছে না। তাদের মুখে একটাই কথা ‘‘বাংলায় এটা হতে দেবে না’।
-মানুষের জন্য কিছু কোনও সহানুভূতি নেই তৃণমূলের। ওদের চিন্তা তোলাবাজ, সহানুভূতি গুণ্ডাদের জন্য।
-বাচ্চাদের মিড-ডে মিলের টাকা থেকে কাটমানি নিচ্ছে তৃণমূল।
-তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ কে কটাক্ষ করে মোদী বলেন, 'তৃণমূল এবং ‘ইন্ডিয়া’জোট বাংলাকে উন্নয়নের বিপরীত পথে নিয়ে যাচ্ছে।
-বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না।
-ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে ।
-বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন। আগামী ৪ঠা জুন থেকেই 'বিকশিত ভারত নির্মাণ' শুরু হবে।’
-মানুষ ৬০ বছরের দুঃখ-দুর্দশার পর গত ১০ বছরের উন্নয়ন যাত্রা দেখেছে।
-তৃণমূল কংগ্রেস অনিয়ন্ত্রিত অনুপ্রবেশের অনুমতি দিয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করছে।