মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে 'দেশভক্ত' বলে অভিহিত করার কয়েক ঘণ্টা পরেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই মন্তব্যের জন্য প্রজ্ঞা ক্ষমা চেয়েছেন এবং তাঁর মন্তব্য প্রত্যাহার করেছেন।
বিজেপির বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনয় সহস্রবুদ্ধে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য ছিল 'ব্য়ক্তিগত'।
এর আগে এদিন বিজেপির ভোপাল লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে একজন দেশভক্ত। যাঁরা তাঁকে সন্ত্রাসবাদী বলছেন, ভোটের ফল বেরোনোর পর তাঁদের সমুচিত জবাব দেওয়া হবে।
সংবাদ সংস্থা এএনআই প্রজ্ঞা ঠাকুরকে উদ্ধৃত করেছে। মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর বলেছেন, "নাথুরাম গডসে একজন দেশভক্ত, একজন দেশভক্ত, দেশভক্ত হিসেবেই থেকে যাবেন। যাঁরা তাঁকে সন্ত্রাসবাদী বলছেন তাঁদের তাকিয়ে দেখা উচিত, নির্বাচনে মানুষ তাঁদের উচিত জবাব দেবে।"
#WATCH BJP Bhopal Lok Sabha Candidate Pragya Singh Thakur says 'Nathuram Godse was a 'deshbhakt', is a 'deshbhakt' and will remain a 'deshbhakt'. People calling him a terrorist should instead look within, such people will be given a befitting reply in these elections pic.twitter.com/4swldCCaHK
— ANI (@ANI) May 16, 2019
বিজেপি প্রায় সঙ্গেসঙ্গেই এ ব্যাপারে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে এবং বলে প্রজ্ঞার এই মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত। বিজেপির মুখপাত্র জিভিএল নরসিমা রাও বলেন, "বিজেপি এ মন্তব্যের সঙ্গে সহমত নয়, আমরা এর নিন্দা করছি। এ ব্যাপারে দল ওঁর কাছে ব্যাখ্যা চাইবে, ওঁর এই মন্তব্যের জন্য সবার সামনে ক্ষমা চাওয়া উচিত।"
গডসে নিয়ে বিতর্কের সূত্রপাত এমকেএম প্রতিষ্ঠাতা কামাল হাসানের বক্তব্যের প্রেক্ষিতে। তিনি গডসের প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্য করেছিলেন ভারতের প্রথম উগ্রপন্থী ছিলেন একজন হিন্দু। তাঁর বক্তব্যের প্রতিবাদে মুখর হয় বিজেপি ও বিভিন্ন হিন্দু সংগঠন।
নিজের বক্তব্যের সমর্থনে কামাল হাসান গতকাল বলেছেন, তিনি যা বলেছেন তা ঐতিহাসিক সত্য নির্ভর। তাঁর অভিযোগ, তাঁর ভাষণের অংশ বাছাই করে সম্পাদনা করা হয়েছে। তিনি বলেন, "উগ্রপন্থী কতাটার অর্থ বুঝুন। আমি সন্ত্রাসবাদী বা খুনি, এরকম শব্দ ব্যবহার করতে পারতাম... আমাদের রাজনীতি সক্রিয় রাজনীতি, এখানে কোনও রকম সন্ত্রাস থাকবে না।"
বিতর্ক প্রজ্ঞার কাছে নতুন কিছু নয়। এর আগে তিনি বলেছিলেন, হেমন্ত কারকারে তাঁর উপর অত্যাচার চালিয়েছিলেন বলে প্রজ্ঞা যে অভিশাপ দিয়েছিলেন, তার জেরেই মুম্বই সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে সন্ত্রাস দমন শাখার প্রধানের।
মুম্বইয়ের এক আদালতে ইউএপিএ-তে অভিযুক্ত প্রজ্ঞার বিচার চলছে। তিনি আপাতত জামিনে বাইরে আছেন।
Read the Story in English